পণ না দিতে পারায় গৃহবধূকে পুড়িয়ে খুন, আটক স্বামী

Last Updated:

পণ না দিতে পারায় গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুড়বাড়ির বিরুদ্ধে ৷ রবিবার গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷

#সোনারপুর : পণ না দিতে পারায় গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুড়বাড়ির বিরুদ্ধে ৷ রবিবার গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ শ্বশুরবাড়ির বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে মৃতার পরিবার ৷ ঘটনার তদন্তে নেমে স্বামীকে আটক করেছে পুলিশ । যদিও বাকিরা এখনও অবধি পলাতক বলে পুলিশ সূত্রে খবর ৷
ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরের কাদারহাটে। ৬ বছর আগে বিয়ে হয় কাদারহাটের বাসিন্দা গৌতম নস্করের সঙ্গে বিয়ে হয় শেফালি নস্করের । গৌতম পেশায় ব্যবসায়ী । তার মুদিখানার দোকান ছিল । বিয়ের পর থেকেই সুখের সংসার করছিলেন শেফালি ৷ কিন্তু কন্যাসন্তান হওয়ার পরই সুখের সংসারের ছন্দপতন ঘটে ৷
advertisement
advertisement
মৃতের পরিবারের অভিযোগ, নানা অছিলায় বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত শেফালির শ্বশুরবাড়ি ৷ পণের কারণে স্বামী ছাড়াও শ্বশুর চন্ডীচরন নস্কর ও শ্বাশুড়ি শোভা নস্কর অত্যাচার চালাত বলে অভিযোগ করে মৃতার বাবা ।
শেফালির বাবা জানিয়েছেন, রবিবার রাতে সাড়ে আটটা নাগাদ ফোন করে গৌতম ৷ সে জানায়, শেফালি অসুস্থ । এরপরই শেফালির বাবা মেয়ের শ্বশুড়বাড়ি গিয়ে জানতে পারেন, মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ৷ যদিও তাঁর দাবি, এটি আত্মহত্যা নয় ৷ তার মেয়েকে খুন করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন শেফালির বাবা ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পণ না দিতে পারায় গৃহবধূকে পুড়িয়ে খুন, আটক স্বামী
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement