West Medinipur News: সংসার সামলে যা করেন স্নাতক পাশ এই গৃহবধূ, জানলে অবাক হবেন!

Last Updated:

West Medinipur News: চাকরির আকাল। তাই চাকরির পিছনে না ছুটে বাড়িতেই হাতের নানা জিনিস বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন স্নাতক পাশ এই গৃহবধূ। আগামীতে বৃহৎ আকারে এই ব্যবসার বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে রীণার।

+
গয়না

গয়না বানাচ্ছেন গৃহবধূ

পশ্চিম মেদিনীপুর: ছোট থেকেই শখ তাঁর এটা সেটা বানানোর। কখনও উল দিয়ে কখনও আবার ধাতু। হাতের সামনে যা পান তাই দিয়েই বানিয়ে ফেলেন রকমারি জিনিস। হার,কানের দুল,চুড়ি থেকে শুরু করে মহিলাদের সাজসজ্জার নানা উপকরণ বানিয়ে চলেছেন রীণা ঘোড়াই ঘোষ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বালিচক এলাকার বাসিন্দা তিনি। বাড়ির কাজ সামলে যে বাড়তি সময় পান তাতে হাতের কাজ করেই স্বনির্ভর হচ্ছেন রীণা। বাড়িতে বসেই বানান হ্যান্ডমেড অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি। সে সব বিক্রি করে স্বাবলম্বী হয়ে বাকিদেরও দিশা দেখাচ্ছেন তিনি।
ইদানীং মেয়েদের সাজসজ্জার নানা জিনিস বাজারে বিক্রি হয়। তবে গয়না সবই চড়া দামে। সোনা রূপোর গয়না ছেড়ে চাহিদা বেড়েছে হাতে বানানো নানা জুয়েলারির। অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি কিংবা এমব্রডারি নানান গয়না বানিয়ে অনলাইনে বা বাড়ি থেকে বিক্রি করে মাসে ভালই উপার্জন করছেন রীণা। তাঁর হাতে তৈরি গয়না এখন এলাকার বাইরেও জনপ্রিয়।
advertisement
শুধু হাতের কাজে দক্ষ এমনই নয়। পড়াশোনায়ও আগ্রহ ছিল রীণার। স্নাতক হওয়ার পর শিক্ষক শিক্ষণের প্রশিক্ষণও নিয়েছেন তিনি। তবে বর্তমানে যৌথ পরিবারে সংসার সামলানোর পাশাপাশি তিনি অর্থ রোজগারের পথ বেছে নিয়েছেন হাতের কাজেই। বাজারে বেশ চাহিদা রয়েছে তাঁর বানানো গয়নার। দামও সাধ্যের মধ্যে। ৪০টাকা থেকে ৪০০, ৫০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে গয়নাগুলো।
advertisement
advertisement
চাকরির আকাল। তাই চাকরির পিছনে না ছুটে বাড়িতেই হাতের নানা জিনিস বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন স্নাতক পাশ এই গৃহবধূ। আগামীতে বৃহৎ আকারে এই ব্যবসার বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে রীণার। তাঁর স্বনির্ভরতার ভাবনা চিন্তাকে কুর্নিশ জানিয়েছেন এলাকার সকলে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: সংসার সামলে যা করেন স্নাতক পাশ এই গৃহবধূ, জানলে অবাক হবেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement