Hottest City World Record: বাংলার 'গরমের' বিশ্ব রেকর্ড...! পৃথিবীর সপ্তম উষ্ণতম শহর পশ্চিমবঙ্গের বাঁকুড়া! আজ তাপমাত্রা কত? শুনলে শিউরে উঠবেন!

Last Updated:

Hottest City World Record: গত কয়েক দিনের তীব্র দাবদাহ ও তাপপ্রবাহের চরম গতিতে এবার বিশ্বরেকর্ড করে ফেলল বাংলা। বিশ্বের সপ্তম উষ্ণতম শহরের স্থান দখল করল বাঁকুড়া। গত ২৪ ঘণ্টার আবহাওয়ার নিরিখে বিশ্বের উষ্ণতম শহরের তালিকায় সপ্তম স্থানে এই জেলা শহর।

গরমে বিশ্ব রেকর্ড বাংলার!
গরমে বিশ্ব রেকর্ড বাংলার!
বাঁকুড়া: মৌসম ভবনের পূর্বাভাস ছিলই। বাস্তবেও সেটাই দেখাচ্ছে তাপমাত্রার উর্ধগতি। আবহাওয়ার দফতর আগেই জেনেছিল এবছর এপ্রিল থেকে জুন মাসে যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে দিতে পারে গরম। দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি।
এই পরিস্থিতিতে গত কয়েক দিনের তীব্র দাবদাহ ও তাপপ্রবাহের চরম গতিতে এবার বিশ্বরেকর্ড করে ফেলল বাংলা। বিশ্বের সপ্তম উষ্ণতম শহরের স্থান দখল করল বাঁকুড়া। গত ২৪ ঘণ্টার আবহাওয়ার নিরিখে বিশ্বের উষ্ণতম শহরের তালিকায় সপ্তম স্থানে এই জেলা শহর।
advertisement
advertisement
এলডোরাডো ওয়েদার ওয়েবসাইট বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বাঁকুড়া শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি। তবে শুধু বাঁকুড়ায় নয়, ভারতের বেশ কয়েকটি শহর এই তালিকায় স্থান পেয়েছে।
এই তালিকায় প্রথম দুই স্থানে রয়েছে মায়ানমারের চাউক এবং নিয়াউং। গত ২৪ ঘণ্টায় দুই জায়গাতেই তাপমাত্রা পৌঁছায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়ার মাইনে সোরাও (৪৪.৬ ডিগ্রি)। চতুর্থ স্থানে যোগীরাজ্যের শহর এলাহাবাদ (৪৪.৫ ডিগ্রি)। পঞ্চম স্থানে ভারতেরই বারিপোদা (৪৪. ৫ ডিগ্রি)। ৪৪.১ ডিগ্রি তাপমাত্রা নিয়ে বিশ্বের সপ্তম উষ্ণতম শহর বাঁকুড়া। এছাড়াও চরম আবহাওয়ার কারণে তালিকায় স্থান হয়েছে ভারতের খাজুরাহো (৪৪.৫ ডিগ্রি) এবং জামশেদপুরের (৪৪.১ ডিগ্রি)।
advertisement
প্রসঙ্গত, গত বছরের তাপমাত্রাকে ছাপিয়ে এবার রেকর্ড করেছে বাঁকুড়ার তাপমাত্রা। গত বছর সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এবছর এপ্রিলেই তাপমাত্রা ৪৪.১ ডিগ্রিতে পৌঁছাল। এখনও বাকি ভরা মে মাস। দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের অন্য এলাকাগুলিও ফুটন্ত গরমে পিছিয়ে নেই। গতকাল ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি। পুরুলিয়ায় ৪৩.১, খড়গপুরে ৪৩, দুর্গাপুরেও ৪৩, আসানসোলে ৪২, কৃষ্ণনগর ৪০ ডিগ্রি।
advertisement
এদিকে বাংলার তাপপ্রবাহের উর্ধগতি আজও অব্যাহত। আগামী দুদিন আরও চলবে গরমের হাঁসফাঁস হাল। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। প্রচণ্ড তাপপ্রবাহ ঝাড়গ্রাম,পশ্চিম বর্ধমান,বাঁকুড়া, মালদহ ,উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রচণ্ড তাপপ্রবাহ জারি থাকছে। বাঁকুড়াতে আজ তাপমাত্রা ৪৩.৪ ডিগ্রি, মালদহ ৪২.৮ ডিগ্রি ও শ্রী নিকেতন ৪৩.৪। তবে স্বস্তির খবর দিয়ে আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ২৩ ও ২৪ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hottest City World Record: বাংলার 'গরমের' বিশ্ব রেকর্ড...! পৃথিবীর সপ্তম উষ্ণতম শহর পশ্চিমবঙ্গের বাঁকুড়া! আজ তাপমাত্রা কত? শুনলে শিউরে উঠবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement