• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • দিঘার সৈকতে নিষিদ্ধ হচ্ছে এই জিনিসটি, এবার থেকে এই বিনোদন বন্ধ করল সরকার

দিঘার সৈকতে নিষিদ্ধ হচ্ছে এই জিনিসটি, এবার থেকে এই বিনোদন বন্ধ করল সরকার

 • Share this:

  #দিঘা: দিঘার সৈকতে নিষিদ্ধ হচ্ছে ঘোড়া। পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই পদক্ষেপ, দাবি প্রশাসনের। বন্ধ হচ্ছে অ্যাডভেনচার স্পোর্টস-ও। মানুষকে সচেতন করতে শনিবার থেকে শুরু হয়েছে মাইকিং।

  ঘোড়ার পিঠে চড়ে সৈকতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। এতদিন এটাই ছিল দিঘার পরিচিত ছবি।

  চেনা দৃশ্যপটে এবার বদল আসছে। সৌজন্যে প্রশাসনের নয়া নির্দেশিকা। দিঘার সবক'টি সৈকতে ঘোড়ার আনাগোনায় নিষেধাজ্ঞা জারি করেছে তারা। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এবং সৈকত দূষণমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত বলে দাবি প্রশাসনের। সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় বন্ধ হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টসও।

  পর্যটক ও স্থানীয়দের এ নিয়ে সচেতন করতে সৈকতে মাইকিং-ও শুরু করেছে পুলিশ। এই প্রচার চলবে আগামী এক সপ্তাহ।

  First published: