Ghorar Dim: কথায় বলে 'ঘোড়ার ডিম', এবার পাবেন হাতে নাতে, কোথায় বলুন তো?

Last Updated:

কোনওদিন দেখেছেন ঘোড়ার ডিম! হয়ত দেখেননি, তবে বীরভূমে এসে অবশ্যই দেখতে পাবেন।

+
ঘোড়ার

ঘোড়ার ডিমের পিঠে 

বীরভূম: “ঘোড়ার ডিমের কথা বহু শুনেছি, কিন্তু চোখে দেখিনি কখনও। দেখার শখ ছিল তাই অনেক আগে থেকেই। কখনও কখনও ঘোড়ার ডিম দেখার জন্য ঘোড়ার পেছনে পেছনে ঘুরেও কম সময় কাটেনি আমার। বহু অপেক্ষার পরও ঘোড়াটি নিরাশ করেই ফেরত পাঠিয়েছে” এমনটাই একটি লেখা সোশ্যাল মিডিয়ায় খুবই দেখা যাচ্ছে। তবে এবার এই ঘোড়ার ডিম আপনি দেখতে পাবেন স্বয়ং বীরভূমে এলে! কী শুনে অবাক হচ্ছেন? তবে অবাক হওয়ার কিছু নেই এটাই হচ্ছে আসল সত্যি। তবে কোথায় মিলবে এই ঘোড়ার ডিম?
কলাভবনের ঐতিহ্যবাহী নন্দন মেলা শুরু হয়েছে রবিবার থেকে। গত বছরই শান্তিনিকেতনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যক্ষেত্র বা ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে।তার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং শান্তিনিকেতন ঘরানার প্রাকৃতিক সরঞ্জাম দিয়েই সাজিয়ে তোলা হয়েছে কলাভবন প্রাঙ্গণ। রবিবার বিকেলে শোভাযাত্রার মাধ্যমে নন্দন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
কলাভবন সূত্রে জানা যায়, যে বছর মেলা শুরু হয়েছিল, তার ঠিক আগের বছর কলাভবনের এক ছাত্রের পা কেটে গিয়েছিল। সেই সময় চিকিৎসার খরচ জোগাতে সমস্যা হয়েছিল। তখন ছাত্র- ছাত্রী, অধ্যাপকদের চাঁদায় সুস্থ হয়ে ওঠেন ওই ছাত্র। এর পরে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা সিদ্ধান্ত নেন একটি মেলার আয়োজন করে শুধু শিল্প সামগ্রী তৈরি করে বিক্রি করা হবে। সেই মেলা থেকে উপার্জন অর্থ কলাভবনের একটি তহবিলে সঞ্চিত হবে। ওই বছর থেকেই তৈরি হয় কলাভবনের ‘স্টুডেন্টস এড অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড’।
advertisement
advertisement
এ বছরও ১ ও ২ ডিসেম্বর এই মেলার পাশাপাশি ৩ তারিখ কলাভবনে শিল্পাচার্য নন্দলাল বসুর জন্মদিন পালিত হবে। গত কয়েক দিনে কলাভবনের পড়ুয়া ও প্রাক্তনীরা রাতদিনের পরিশ্রমে সাজিয়ে তুলেছেন মেলা প্রাঙ্গণ। প্রতি বারের মতো ছাত্রছাত্রীদের হাতে তৈরি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে মেলায়। কলাভবনে ছ’টি বিভাগের বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি রয়েছে দেশি-বিদেশি খাবারের স্টল। আর এই মেলায় এলেই পেয়ে যাবেন ঘোড়ার ডিমের পিঠে।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghorar Dim: কথায় বলে 'ঘোড়ার ডিম', এবার পাবেন হাতে নাতে, কোথায় বলুন তো?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement