হোম /খবর /হুগলি /
একটি 'ভুলে' পুড়ে ছাই গোটা বাড়ি! আপনিও করেন না তো এই ভুল?

Hooghly News: একটি 'ভুলে' পুড়ে ছাই গোটা বাড়ি! গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড! আপনিও করেন না তো এই ভুল?

X
বাড়িতে [object Object]

Hoogly News: গ্যাস সিলিন্ডার ফেটে আগুন,এলাকায় তীব্র উত্তেজনা। ঘটনাটি হুগলির খানাকুলের গোপালনগর এলাকায়...

  • Share this:

খানাকুল: হুগলির খানাকুলের গোপালনগর এলাকায় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। অসাবধানতার ফলে এই বিপত্তি। গ্যাস সিলিন্ডার ফেটে গোটা বাড়ি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় তরুণ অধিকারী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অসাবধানতার জেরে গ্যাস সিলিন্ডার লিক করে আগুনের ফুলকি দেখতে পায় পরিবারের সদস্যরা। তড়িঘড়ি বাড়িতে ভিজে বস্তা দিয়ে চাপা দিলেও শেষ রক্ষা হয়নি তাদের।

কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে গোটা বাড়ি আগুন ধরে যায়। স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। যদিও ভাগ্যক্রমে পরিবারের লোকজন বাড়ির বাইরে চলে আসায় হতাহতের কোন খবর হয়নি কিন্তু বাড়িতে থাকা সমস্ত কাগজপত্র থেকে জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

আরও পড়ুন: তুমুল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের 'এই' জেলা! আগামী কয়েকদিনে কী হতে চলেছে? বড় সতর্কতা আবহাওয়া দফতরের...

স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে বলেন হঠাৎই পাশের বাড়িতে দেখি দাউদাউ করে আগুন জ্বলে উঠে এবং তৎক্ষণাৎ ছুটে আসি। তিনি বলেন পাশাপাশি মানুষজনেরা দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা করলেও বাড়িতে প্রায়ই পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘ সময়ের পর আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন।পুরো বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমেছে খানাকুল থানা। কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

শুভজিৎ ঘোষ

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Gas Cylinder, Hoogly news