Hooghly News: একটি 'ভুলে' পুড়ে ছাই গোটা বাড়ি! গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড! আপনিও করেন না তো এই ভুল?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Hoogly News: গ্যাস সিলিন্ডার ফেটে আগুন,এলাকায় তীব্র উত্তেজনা। ঘটনাটি হুগলির খানাকুলের গোপালনগর এলাকায়...
খানাকুল: হুগলির খানাকুলের গোপালনগর এলাকায় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। অসাবধানতার ফলে এই বিপত্তি। গ্যাস সিলিন্ডার ফেটে গোটা বাড়ি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় তরুণ অধিকারী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অসাবধানতার জেরে গ্যাস সিলিন্ডার লিক করে আগুনের ফুলকি দেখতে পায় পরিবারের সদস্যরা। তড়িঘড়ি বাড়িতে ভিজে বস্তা দিয়ে চাপা দিলেও শেষ রক্ষা হয়নি তাদের।
কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে গোটা বাড়ি আগুন ধরে যায়। স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। যদিও ভাগ্যক্রমে পরিবারের লোকজন বাড়ির বাইরে চলে আসায় হতাহতের কোন খবর হয়নি কিন্তু বাড়িতে থাকা সমস্ত কাগজপত্র থেকে জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে বলেন হঠাৎই পাশের বাড়িতে দেখি দাউদাউ করে আগুন জ্বলে উঠে এবং তৎক্ষণাৎ ছুটে আসি। তিনি বলেন পাশাপাশি মানুষজনেরা দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা করলেও বাড়িতে প্রায়ই পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘ সময়ের পর আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন।পুরো বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমেছে খানাকুল থানা। কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2023 7:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: একটি 'ভুলে' পুড়ে ছাই গোটা বাড়ি! গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড! আপনিও করেন না তো এই ভুল?