Vegetable Price Rise: ডিভিসির ছাড়া জলে নষ্ট ফসল! আগুন দামে পুড়ছে বাজার...জেনে নিন বাজার দর!

Last Updated:

Vegetable Price Rise: ইতিমধ্যে বেগুনের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। পালংশাকের কেজিও ছুঁয়েছে ১০০ টাকা! করলা, ঝিঙে, চিচিঙ্গে, ঢেঁড়স এর দাম টাকা ৮০ টাকা থেকে ৯০টাকার ঘরে ঘোরাফেরা করছে।

ডিভিসির ছাড়া জলে নষ্ট ফসল! আগুন দামে পুড়ছে বাজার...জেনে নিন বাজার দর!
ডিভিসির ছাড়া জলে নষ্ট ফসল! আগুন দামে পুড়ছে বাজার...জেনে নিন বাজার দর!
হুগলি: ডিভিসির ছাড়া জলে হুগলির বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায়। নষ্ট হয়েছে প্রচুর কাঁচা সবজি। ফলে খোলা বাজারে সব সবজির দাম সেঞ্চুরির পথে। নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, সবজির জোগান কম থাকায় দু’দিনের মধ্যে সবজির দাম কেজি প্রতি ২০টাকা থেকে ৩০ টাকা করে বেড়েছে। পুজোর সময় আরও দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- সেনা অফিসারের হবু স্ত্রীর বুকে লাথি! জেলে ঢুকিয়ে যৌন হেনস্থা, অশ্লীল আচরণের অভিযোগ! পুলিশের আচরণে স্তম্ভিত দেশ 
ইতিমধ্যে বেগুনের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। পালংশাকের কেজিও ছুঁয়েছে ১০০ টাকা! করলা, ঝিঙে, চিচিঙ্গে, ঢেঁড়স এর দাম টাকা ৮০ টাকা থেকে ৯০টাকার ঘরে ঘোরাফেরা করছে। বিক্রেতাদের দাবি, এক দিকে কয়েকদিনের অতি বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যায় চাষের জমিতে নষ্ট হয়েছে সমস্ত ফসল। তাই প্রতিদিন দাম বেড়েই চলেছে।
advertisement
advertisement
বেগুন আগে ছিল ৬০টাকা কেজি, সেখান থেকে বেড়ে হয়েছে ৭০ টাকা কেজি হয়ে এখন ১০০টাকা কেজি! ঢেঁড়স আগে ছিল ৪০/৫০টাকা কেজি,
এখন ৮০টাকা। করলা আগে ছিল ৬০ টাকা, এখন হয়েছে ৮০টাকা কেজি।
advertisement
পটলের কেজি ৪০ টাকা থেকে বেড়ে এখন হয়েছে ৭০টাকা। ঝিঙের দরও ৪০টাকা থেকে বেড়ে হয়েছে ৬০/৭০টাকা কেজি! পালংশাক আগে ছিল ৬০টাকা কেজি, এখন সেটাই ১০০টাকা। চিচিঙ্গের দাম ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা কেজি। সবজির দামের এই ক্রমবর্ধমান গ্রাফই চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে।
রানা কর্মকার 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vegetable Price Rise: ডিভিসির ছাড়া জলে নষ্ট ফসল! আগুন দামে পুড়ছে বাজার...জেনে নিন বাজার দর!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement