Hooghly News: গার্ডেনরিচকেও হারিয়ে দেবে উত্তরপাড়া? পথে নামলেন মহিলারা! যে কোনওদিন ঘটতে পারে ভয়ঙ্কর ঘটনা
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Hooghly News: সাধারণ মানুষের প্রশ্ন, কীভাবে পুরসভার অনুমতি ছাড়া এই বেআইনি নির্মাণ এতদিন ধরে করল?
হুগলি: গার্ডেনরিচ কাণ্ডের পর উত্তরপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডে আতঙ্কে বি কে স্ট্রিটের সাধারণ মানুষ। দুই তলা বাড়ি এক বছরের মধ্যে হয়ে গেছে ৭ তলা! তার পরই বাড়িতে ধরেছে ফটল। জনবহুল এলাকায় বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে স্থানীয় মানুষরা। সেই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে পৌরসভা। গার্ডেনরিচ কাণ্ডে অবৈধ নির্মাণ ভেঙে একাধিক মানুষের মৃত্যুর পর রাস্তায় নেমে উত্তরপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের বি কে স্ট্রিটের বাড়ির মহিলারা প্রতিবাদ জানালেন।
স্থানীয় মানুষের অভিযোগ এক বছর আগে একতলা বাড়ি থেকে বর্তমানে সাত তলা নির্মাণ করেছে,পুরসভার বৈধ অনুমতি ছাড়া, ইতিমধ্যেই স্থানীয় মানুষ পুরসভা ,চন্দননগর পুলিশ কমিশনারেট সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে ‘বড় ঘটনা’, দাদাকে হারাবে কে! কাঁপিয়ে দিল দাদাগিরি! মিলল বিরাট সম্মান
advertisement
সাধারণ মানুষের প্রশ্ন, কীভাবে পুরসভার অনুমতি ছাড়া এই বেআইনি নির্মাণ এতদিন ধরে করল, এলাকার মহিলাদের পাশাপাশি এলাকার স্থানীয় কাউন্সিলর সুস্মিতা সরকার ঘটনাস্থলে যান এবং এই ঘটনার প্রতিবাদ জানান। যদিও এই ঘটনায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব, তাদের অভিযোগ বাড়ি বাড়ি থেকে ট্যাক্স আদায়ের দিকে পুরসভার লক্ষ্য থাকলেও এইভাবে বেআইনি নির্মাণ এর বিষয় উদাসীন পুর প্রশাসন। সাধারণ মানুষের প্রশ্ন পুরসভা কি শুধু মাত্র বেআইনি অংশ ভাঙার নির্দেশ দিয়েই দায় সারতে পারে?
advertisement
যদিও এই বিষয় উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান, তারা ইতিমধ্যেই ওই বাড়িটির বেআইনি নির্মাণ এর অংশ ভেঙে ফেলার নির্দেশ জারি করেছেন এবং পুরসভায় একটি হিয়ারিংও ডাকা হয়।এখন মানুষের প্রশ্ন গার্ডেনরিচ ঘটনার পর কি আদৌঘুম ভাঙবে প্রশাসনের? নাকি কয়েকটা প্রাণ চলে যাবার পর তৎপর হবে প্রশাসন তা শুধুই সময়ের অপেক্ষা!
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2024 3:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: গার্ডেনরিচকেও হারিয়ে দেবে উত্তরপাড়া? পথে নামলেন মহিলারা! যে কোনওদিন ঘটতে পারে ভয়ঙ্কর ঘটনা