Hooghly News: শালীর বাড়িতেই সব শেষ জামাইবাবুর! হুগলিতে যা ঘটল, কেঁদেই চলেছে গোটা পরিবার!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Hooghly News|| শালীর বাড়ি বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল জামাইবাবুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল-১ নম্বর ব্লকের কৃষ্ণনগর গ্রামে।
খানাকুল: শালীর বাড়ি বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল জামাইবাবুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল-১ নম্বর ব্লকের কৃষ্ণনগর গ্রামে। জানা যায় জামাইবাবুর নাম সন্তু দাস, বয়স আনুমানিক ৩৮ বছর। বাড়ি স্থানীয় রাধানগর গ্রামে। তিনি পেশায় চাষবাসের কাজ করতেন। জানা গেছে, এদিন সন্তুবাবু শালীর বাড়িতে গিয়ে পাশের একটি আম গাছে আম পাড়ছিলেন তখনই অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বাড়িতে স্ত্রী ছাড়াও তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। গোটা ঘটনা নিয়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
পরিবারের সদস্যরা জানান শ্যালিকার বাড়িতে বেশ কিছুদিন বেড়াতে গিয়েছিল।সন্তু যখন আম গাছে আম পাড়ছিল ঠিক সেই সময় ইলেকট্রিক তারে গায়ে লেগে যাওয়ার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে সজোরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাড়িতে সদস্যরা চিকিৎসার জন্য নিয়ে এলেও তাকে বাঁচানো গেল না বলে জানায়। এই ঘটনায় সকলেই দিশেহারা হয়ে পড়েছেন সন্তুর অকাল মৃত্যুতে।
advertisement
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শালীর বাড়িতেই সব শেষ জামাইবাবুর! হুগলিতে যা ঘটল, কেঁদেই চলেছে গোটা পরিবার!