Hooghly News: ’সাপ মারা নয় উদ্ধার’ স্লোগান পরিবেশকর্মীদের, সাপ নিয়ে সচেতন হচ্ছে গ্রাম-শহর

Last Updated:

সাপ মারা নয় উদ্ধার", এগিয়ে আসছে পরিবেশকর্মী, সচেতন হচ্ছে গ্রাম থেকে শহর। গোঘাটের জনবহুল এলাকা থেকে বিষধর কেউটে উদ্ধার করল পরিবেশপ্রেমি মঙ্গল সাহা।

+
কেউটে

কেউটে সাপ 

গোঘাট: বর্তমানে চলছে বর্ষাকাল। আর এই বর্ষাকালেই গ্রামেগঞ্জে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ ঘুরে বেড়ায়। সাপের কামড়ে প্রাণ যায় বহু সাধারণ মানুষের। গোঘাট ১ নম্বর ব্লকের ধুলেপুরে একটি কেউটে বিষধর সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, হঠাৎই এদিন জনবহুল ওই এলাকায় বিষধর সাপটিকে দেখতে পায় স্থানীয়রা। প্রাণে বাঁচতে অনেকেই এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনা জেরে খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী মঙ্গল সাহা কাছে। ঘটনাস্থলে পৌঁছে ওই সাপটিকে উদ্ধার করে পরিবেশপ্রেমী মঙ্গলবাবু। রীতিমতো এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘একটি বিষধর সাপ জঙ্গল থেকে বের হতে থাকে। বিশাল আকারের সাপটি দেখে এলাকার বহু মানুষ জমায়েত হয়। বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেতে পরিবেশপ্রেমী মঙ্গল সাহ-কে খবর দেওয়া হয়।’
advertisement
advertisement
এই বিষয়ে পরিবেশপ্রেমী মঙ্গল সাহ জানান, ‘হঠাৎই এলাকা থেকে খবর দেওয়া হয় একটি বিষধর সাপ বের হয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে সাপটিকে উদ্ধার করা হয়।’ তিনি সকলের উদ্দেশ্যে বলেন যে, সাপে কামড়ালে গুনিন এবং ওঝার বাড়ি যাবেন না। যেকোনও সময় সাধারণ মানুষ আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করুন। বর্তমানে আরামবাগ মহকুমায় কোন ব্যক্তির বাড়িতে বিষধর সাপ চলে এলে উদ্ধারের জন্য দ্রুত পৌঁছায় মঙ্গল বাবু। পরিবেশে ভারসাম্য যাতে নষ্ট না হয় এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ভালোবাসা।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ’সাপ মারা নয় উদ্ধার’ স্লোগান পরিবেশকর্মীদের, সাপ নিয়ে সচেতন হচ্ছে গ্রাম-শহর
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement