Hooghly News: বাঙালিদের লজ্জা, বাংলার লজ্জা! ফ্রেঞ্চ মিউজিয়ামে বিদেশি পর্যটকদের সামনে ঘটে গেল এমনই ঘটনা

Last Updated:

মিউজিয়াম দেখতে এসে বিপদের শিকার হওয়ার আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে।

+
চন্দননগর

চন্দননগর ডুপ্লেক্স মিউজিয়াম

হুগলি: দিন দিন একটু একটু করে ভাঙছে চন্দননগরের ঐতিহ্যশালী ফ্রেঞ্চ মিউজিয়াম। গোটা চন্দননগর শহরের ইতিহাস যেখানে সুরক্ষিত রয়েছে সেই বাড়িরই ভগ্নপ্রায় অবস্থা। প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছে বাড়ির দেওয়াল থেকে সিলিং। বহুবিদেশি পর্যটক থেকে বিভিন্ন প্রান্তের মানুষজন দেখতে আসেন অতীতের সাক্ষী এই মিউজিয়াম। সেখানেই সিলিংয়ের চাঙড় খসে পড়ে নিত্যদিন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন ভ্রমণার্থীরা।
একটা সময় ফরাসি উদ্ভাসিত এলাকা ছিল চন্দননগর। তৎকালীন ফরাসি গভর্নর মঁশিয়ে ডুপ্লেক্সের বাড়ি বর্তমানে চন্দননগর মিউজিয়াম। ফরাসি আমলের সমস্ত আসবাবপত্র থেকে স্বাধীনতা সংগ্রামের চন্দননগরের ভূমিকা বিপ্লবী কার্যকলাপ এই সবকিছুই সংরক্ষিত রয়েছে মিউজিয়ামের অন্দরে। মিউজিয়ামের বিল্ডিংটিও ফরাসি আমলে তৈরি। বহু বহু পর্যটক তারা দেখতে আসেন প্রাচীন এই ঐতিহ্যকে।
advertisement
advertisement
তবে মিউজিয়াম দেখতে এসে বিপদের শিকার হওয়ার আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে। এমনই ঘটনার সাক্ষী মঙ্গলবারের বিকাল। বিদেশী পর্যটকদের একটি দল তখন মিউজিয়ামের মধ্যে ঘুরে দেখছেন ফরাসী স্থাপত্য। ঠিক সেই সময় ফরাসী আমলের মিউজিয়ামের আসবাবের উপর হঠাৎই সিলিং-এর চাঙড় খসে পড়ে। কেউ আহত হননি তবে আহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
advertisement
এই বিষয়ে ফ্রেঞ্চ মিউজিয়ামের ডিরেক্টর বাসবি পাল বলেন, এটা খুবই দুশ্চিন্তা।মাঝখানেক আগে একবার সিলিং খসে পড়েছিল। তখন মিউজিয়ামের কর্মীরা অল্পের জন্য রক্ষা পেয়েছিল। বেশ কিছুদিন ধরেই মিউজিয়ামের দেওয়াল ছাদের অবস্থা খারাপ। মিউজিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা হতে পারে। মাঝে একবার এই ঘটনার পর সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছিল মিউজিয়ামের গেট। যারা গবেষণা করে পুরনো বিষয় নিয়ে পড়াশোনা করে বা ফরাসিদের চন্দননগরের উপনিবেশ ছিল সে বিষয়ে জানতে চায় তাদের কাছে খুবই আগ্রহের এই মিউজিয়াম। সেদিকে নজর না দিলে আরও বড় বিপদ হতে পারে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বাঙালিদের লজ্জা, বাংলার লজ্জা! ফ্রেঞ্চ মিউজিয়ামে বিদেশি পর্যটকদের সামনে ঘটে গেল এমনই ঘটনা
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement