Piyali Basak Makalu Expedition: মাইনাস ৫৫ ডিগ্রিতে নাক-গলা জ্বলে যাচ্ছে, এক পা ভুল মানেই খাদে! শীতের মাকালু কতটা কঠিন, হাড়হিম করা অভিজ্ঞতা শোনালেন পিয়ালী
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Piyali Basak Makalu Expedition: মাকালু জয়ের লক্ষ্যে পিয়ালী বসাক। ইতিহাস গড়ার দোরগোড়ায় বঙ্গকন্যা। শীতে এই অভিযান আরও কঠিন।
চন্দননগর, হুগলি, সোমনাথ ঘোষ: মাকালু জয়ের লক্ষ্যে পিয়ালী বসাক। ইতিহাস গড়ার দোরগোড়ায় বঙ্গকন্যা। শীতকালীন মাকালু অভিযান করা অনেকটাই কঠিন। বেস ক্যাম্প থেকে পর্বতারোহী পিয়ালী বসাক জানান, মাকালু অভিযান সফল হলে পৃথিবীর মধ্যে মহিলা হিসেবে প্রথম শীতকালীন পর্বতারোহনে নতুন দৃষ্টান্ত হবে। সারা পৃথিবীতে বহু বিখ্যাত পর্বতারোহী আছেন, যারা এই কঠিন পরিস্থিতিতে আরোহন করতে পারেননি।
বেস ক্যাম্পে ঘণ্টায় ১২৫ থেকে ১৪০ কিলোমিটার গতিবেগ রয়েছে হাওয়ার। সেখানে তাপমাত্রা রয়েছে মাইনাস ৪০ ডিগ্রির থেকে মাইনাস ৫৫ ডিগ্রির আশপাশে। যত উপরে উঠা হবে, তত তাপমাত্রা আরও কমবে। অক্সিজেনর মাত্রাও অনেকটা কমে যাবে। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকেরই ঠান্ডায় নাক গলা জ্বলে যাচ্ছে। মঙ্গলবার থেকে মাকালু পর্বত অভিযানের রুট খোঁজার কাজ চলবে। সুইজারল্যান্ড থেকে আমরা আবহাওয়ার রিপোর্ট নিচ্ছি। দশ দিন মত আবহাওয়া ভাল থাকলেই আমরা সামিট শেষ করব। শীতকালে বেস ক্যাম্পে পৌঁছতেই কঠিন পরিশ্রম করতে হয়েছে।
advertisement
advertisement
শুধু মাত্র আট থেকে ন’ঘন্টা সময় ধরে পাথরের উপর লাফিয়ে বেস ক্যাম্প পৌঁছতে হয়েছে। এত শক্ত বরফ সেখানে লোহার কাঁটাও আটকায় না। একটু অসাবধানতা হলেই বরফে স্লিপ কেটে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাকালু বেস ক্যাম্প গরম কালেও অনেকটাই কঠিন। তাই পর্যটকরাও সেভাবে আসে না এখানে। সেই জায়গায় আমরা শীতকালে মাকালু অভিযান করতে এসেছি। দুজন কুক নিয়ে মোট সাতজন আমরা মাকালু অভিযানের টিমে রয়েছি। শানু শেরপার তত্ত্বাবধানে এই অভিযান করা হচ্ছে। প্রাথমিকভাবে মাকালু অভিযানে চারটে ক্যাম্প করে অভিযান শেষ হয়।
advertisement
আরও পড়ুন: ‘রাখে হরি মারে কে!’ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মন্দিরের মাথায় উঠল গাড়ি, যমের মুখ থেকে ফিরলেন চালক
আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সামিট করে নেমে আসার। অক্সিজেনের অভাব তো থাকবেই। কারণ বায়ুমন্ডলের ওপরে আমরা চলে আসছি। আমাদের বেস ক্যাম্প ১৭ হাজার ফুট উচ্চতায় রয়েছে। মাকালুর মোট উচ্চতা ২৮ হাজার ফুটের কাছাকাছি। বেস ক্যাম্পে একমাস থাকা খাওয়ার প্রস্তুতি আমরা নিয়ে এসেছি। প্রকৃতির সঙ্গে লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক লড়াইও লড়ছি আমি। এই সামিটে ২৫ লক্ষ টাকা খরচ রয়েছে। এজেন্সিকে মাকালু অভিযানের দরুন নয় লক্ষ টাকা দিয়েছি। পুরোটাই লোন নিয়ে এই অভিযান করছি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
Jan 07, 2026 10:02 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Piyali Basak Makalu Expedition: মাইনাস ৫৫ ডিগ্রিতে নাক-গলা জ্বলে যাচ্ছে, এক পা ভুল মানেই খাদে! শীতের মাকালু কতটা কঠিন, হাড়হিম করা অভিজ্ঞতা শোনালেন পিয়ালী










