Hooghly News: সারদা মায়ের জন্মতিথিতে সেজে উঠেছে রামকৃষ্ণ মঠ! মঙ্গলারতি থেকে বিশেষ পূজাপাঠ, কামারপুকুরে ভক্তদের ভিড়
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Hooghly News: পরমহংসদেবের বাড়ি তথা সারদা মায়ের শ্বশুরবাড়ি কামারপুকুরে রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে তাঁর জন্মতিথি পালন করা হয়। এই বছরও কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়েছে।
গোঘাট, হুগলি, শুভদীপ ঘোষঃ আজ সারদা মায়ের ১৭৩ তম জন্মতিথি। এই বিশেষ দিন উপলক্ষ্যে জয়রামবাটি মাতৃমন্দিরের পাশাপাশি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুরেও ভক্ত সমাগম। এদিন মায়ের জন্মতিথি উপলক্ষ্যে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়। উপস্থিত হয়েছেন দূরদূরান্তের ভক্তরা।
সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে এদিন ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় কামারপুকুর মঠ। সকাল থেকেই বিশেষ পূজাপাঠ, ভক্তিমূলক গানের আয়োজন করা হয়েছে। ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোপাঠ শুরু হয়েছে।
আরও পড়ুনঃ নজরে বাংলার স্নেহা-অমৃতা-অর্পণরা! হাওড়ায় পূর্ব ভারতের সেরা ভারোত্তোলকদের লড়াই, শুরু হয়ে গেল জমাটি প্রতিযোগিতা
এই বিশেষ দিনে সকাল থেকেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুরে ভক্ত সমাগম। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা কামারপুকুর মঠে উপস্থিত হয়েছেন। মঠ জুড়ে উৎসবের আবহ।
advertisement
advertisement
সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বাগবাজার, বেলুড় মঠ ও জয়রামবাটিতে বিশেষ আয়োজন করা হয়। ধুমধাম করে এই বিশেষ দিন পালিত হয়। একইরকমভাবে পরমহংসদেবের বাড়ি তথা সারদা মায়ের শ্বশুরবাড়ি কামারপুকুরেও রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে তাঁর জন্মতিথি পালন করা হয়। এবারও তার অন্যথা হয়নি। এই বছরও কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়েছে। ছুটে এসেছেন দূরদূরান্তের ভক্তরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli-Chinsurah (Hugli-Chuchura),Hugli,West Bengal
First Published :
December 11, 2025 1:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সারদা মায়ের জন্মতিথিতে সেজে উঠেছে রামকৃষ্ণ মঠ! মঙ্গলারতি থেকে বিশেষ পূজাপাঠ, কামারপুকুরে ভক্তদের ভিড়











