Hooghly News: মুদির দোকানের ভিতরে এ কী ভয়াবহ কাজ চলছিল! প্রতিবাদে ফেটে পড়ল হিন্দমোটর

Last Updated:

Hooghly News: প্রায় একশ বোতল বেআইনি মদ আটক করেন এলাকার মানুষজন।

+
অবৈধভাবে

অবৈধভাবে বিক্রি হচ্ছিল মদ 

হুগলি: বাইরে থেকে দেখে মনে হবে মুদির দোকান। অথচ ভেতরে হচ্ছে অবৈধ মদ বিক্রির ব্যবসা! তাই নিয়েই এলাকাবাসীরা প্রতিবাদ জানিয়েছেদীর্ঘ কাল ধরে। বুধবার রাতে এলাকাবাসীর প্রতিরোধ প্রখর হয়। বেআইনি মদ বিক্রি ও এলাকায় মহিলাদের কটুক্তির প্রতিবাদের রাস্তায় নেমে প্রতিবাদ জানান এলাকার মহিলারা সহ বেশ কিছু বাসিন্দারা। প্রায় একশ বোতল বেআইনি মদ আটক করেন এলাকার মানুষজন।
স্থানিয় সূত্রে খবর, উত্তরপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের হিন্দমোটর প্রগতি সংঘ ক্লাবের পাশে একটি মুদিখানা দোকান থেকে মদ বিক্রি করা হয় বলে অভিযোগ। বুধবার মহরমের দিন সব মদের দোকান বন্ধ ছিল। শুধু ওই মুদিখানা দোকানের সামনে ভীড় ছিল। স্থানীয় মহিলাদের অভিযোগ মদ কিনতে এসে রাস্তায় দাঁড়িয়ে গুলতানি করে কিছু অসামাজিক লোক। মহিলাদের দেখে কটুক্তি করে। প্রতিবাদ করতে গেলে গালিগালাজ করে। বুধবার সন্ধার পর একই ঘটনা হওয়ায় প্রতিবাদে রাস্তায় নামেন মহিলারা। একজনের ব্যাগ থেকে প্রায় একশ বোতল মদ আটক করে। পরে খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, পুলিশ এর আগেও ওই দোকানীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। কিন্তু ছাড়া পেয়ে আবার কারবার শুরু করে। স্থানীয় বিজেপি নেতা পঙ্কজ রায়ের অভিযোগ এখন সর্বত্র বেআইনী কারবার চলছে। পুলিশ কাজ করে ঠিকই কিন্তু শাসক দলের চাপে নিজেদের মত করে করতে পারে না।
advertisement
স্থানীয় তৃনমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় বলেন,অন্যায়কে অন্যায় বলতে হবে। অন্যায়কে আমি কোন দিন প্রশ্রয় দিইনি ।ওই দোকানী বিষ্টু নাথকে আমি অনেকবার নিষেধ করেছি। বাসিন্দাদেরও বলেছি আপনারা প্রতিবাদ করুন। মুদিখানা দোকানে বেআইনী ভাবে মদ বিক্রি করলে পুলিশ নিশ্চই ব্যবস্থা নেবে। পুরসভাকে জানালে দোকানের ট্রেড লাইসেন্স বাতিল হতে পারে।ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
advertisement
—– রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মুদির দোকানের ভিতরে এ কী ভয়াবহ কাজ চলছিল! প্রতিবাদে ফেটে পড়ল হিন্দমোটর
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল ! দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই, উত্তরের এক জেলায় বৃষ্টির পূর্বাভাস
সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল! দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই, উত্তরের এক জেলায় বৃষ্টি
  • সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল !

  • দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই

  • উত্তরের এক জেলায় বৃষ্টির পূর্বাভাস

VIEW MORE
advertisement
advertisement