Hooghly News: বাইক চালাতে গেলেই ভয়! কাটছে নাক-মুখ! বাতাসে উড়ছে চিনা মাঞ্জা সুতো!

Last Updated:

Hooghly News: আর মাত্র কয়েকদিন বাদেই বিশ্বকর্মা পুজো। আকাশে ঘুড়ি, মনে ভয়! জানুন

+
title=

হুগলি: আর মাত্র কয়েকদিন বাদেই বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো উপলক্ষে হুগলির বিভিন্ন এলাকায় ঘুড়ি ওড়ানোর এক বিশেষ প্রচলন রয়েছে। তবে ঘুড়ি ওড়ানোর কারণে আতঙ্ক শুরু হয়েছে বাইক আরোহীদের মনে। তার কারণ বাজারে থাকা অবৈধ চায়না মাঞ্জার সুতো। যা বাতাসে একেবারে অদৃশ্য ছুরির মতন প্রহার করছে বাইক আরোহীদের ওপর।
কয়েকদিন আগে হাওড়ায় বিদ্যাসাগর সেতুতে চিনা সুতোয় জখম হন এক বাইক চালক। এবার শ্রীরামপুর রেল ওভার ব্রিজে চিনা সুতোয় নাক কাটল এক বাইক চালকের। এর আগে ঘুড়ির ওড়ানোর চিনা সুতোর মরণ ফাঁদে পড়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। কোন্নগর নবগ্রামের বাসিন্দা স্বাগত মজুমদার কাজে থেকে বাড়ি ফেরার সময় এক সন্ধায় শ্রীরামপুর স্টেশনের সামনে রেল ওভার ব্রিজ দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পরেন।চিনা সুতো জড়িয়ে তার নাকে চোখে আঘাত লাগে।নাক কেটে ঝরঝর করে রক্ত পড়তে থাকে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসা হয় তার। দুটি সেলাই পরে নাকে।
advertisement
আরও পড়ুন: 
advertisement
স্বাগত বলেন, ব্রীজের উপর চিনা সুতো কেটে পড়ে ছিল। আমি বাইক চালিয়ে অফিস থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ একটি সুতো আমার নাকের উপরে আটকে যায়।খুব গভীর ভাবে কেটে যায়।চোখের পাতায় আঘাত লাগে।অল্পের জন্য বেঁচে গেছি।বিশ্বকর্মা পুজোর সময় অনেকেই ঘুড়ি ওড়ান।আনন্দ করার জন্য।কিন্তু সেটাই অপরের নিরানন্দের কারণ হয়ে যায়।চিনা সুতো বর্জন করতে হবে।বিক্রি ও কেনা থেকে বিতর থাকতে হবে।না হলে এই দূর্ঘটনা যে কারও সঙ্গে হতে পারে। এর আগে মা ফ্লাইওভারে দূর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছে। চিনা সুতোর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।মানুষের হুঁশ ফেরেনি!
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বাইক চালাতে গেলেই ভয়! কাটছে নাক-মুখ! বাতাসে উড়ছে চিনা মাঞ্জা সুতো!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement