Rachana Banerjee: সাংসদ হয়ে কথা রাখলেন রচনা...! প্রতিশ্রুতি অনুযায়ী হুগলিবাসীর জন্য যা করলেন, ব্যাপক খুশি সকলেই
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Rachana Banerjee: সাংসদ হওয়ার পরে স্বাস্থ্য নিয়ে কাজ করবেন বলেছিলেন হুগলি সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমন কাজ, শনিবার হুগলির ধনিয়াখালিতে কৃত্রিম হাত প্রদান করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নিজের তহবিল থেকে।
হুগলি: সাংসদ হওয়ার পরে স্বাস্থ্য নিয়ে কাজ করবেন বলেছিলেন হুগলি সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমন কাজ, শনিবার হুগলির ধনিয়াখালিতে কৃত্রিম হাত প্রদান করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নিজের তহবিল থেকে। একইসঙ্গে দিলীপ ঘোষের নববিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা বার্তা ও জানালেন সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর সাংসদ এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ভাল করবেন আগেই বলেছিলেন। এর আগে জেলা হাসপাতাল-সহ বিভিন্ন গ্রামীন হাসপাতাল ঘুরে পরিকাঠামো উন্নত করার কথা বলেছেন। এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন।
আরও পড়ুনঃ ঘর-রান্নাঘর-বাথরুমেই রয়েছে ক্যানসারের ঝুঁকি বাড়ানোর উপাদান…! আজই ছুড়ে ফেলুন নিত্য ব্যবহারের ‘এই’ ৬ জিনিস, জানাচ্ছেন ক্যানসারজয়ী
শনিবার ধনিয়াখালিতে চক্ষু পরীক্ষা শিবির হয়। সেখানে গ্রামের মানুষের চোখ পরীক্ষা থেকে ছানি অপারেশন জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেন। পাশাপাশি তার সাংসদ এলাকার সাতটি বিধানসভা এলাকাতে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান। অর্থাৎ যাদের হাত নেই তাদের কৃত্রিম হাত দেওয়া হবে।
advertisement
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rachana Banerjee: সাংসদ হয়ে কথা রাখলেন রচনা...! প্রতিশ্রুতি অনুযায়ী হুগলিবাসীর জন্য যা করলেন, ব্যাপক খুশি সকলেই