স্বামীজির প্রয়াণে বন্ধ মহিষাদলের ঐতিহ্যবাহী পূর্ণিমার রথযাত্রা, ছেদ পড়ল বহুদিনের ঐতিহ্যে
Last Updated:
মহিষাদল আশ্রমের স্বামীজি গঙ্গেশ্বরানন্দজি মহারাজের হঠৎ প্রয়াণে মহিষাদল ভারত সেবাশ্রম সঙ্ঘের ৫৫ বছরের প্রাচীন পূর্ণিমা রথ বন্ধ হয়ে পড়েছে
#মাহিষাদল: মহিষাদল আশ্রমের স্বামীজি গঙ্গেশ্বরানন্দজি মহারাজের হঠৎ প্রয়াণে মহিষাদল ভারত সেবাশ্রম সঙ্ঘের ৫৫ বছরের প্রাচীন পূর্ণিমা রথ বন্ধ হয়ে পড়েছে । শুক্রবার ভোর ৬.৪০ এ মহারাজের প্রয়াণ হয়েছে ৷ মহারাজের বয়স ৮৬ বছর। গঙ্গেশ্বরানন্দজি মহারাজ মহিষাদল ভারত সেবাশ্রম সঙ্ঘে ৬২ বছর কাটিয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সারা মহিষাদলজুড়েই। সকাল থেকে আশ্রমে ক্রমাগত জমেছে ভক্তদের ভিড় ৷
মহিষাদলের ভারত সেবাশ্রম পরিচালিত পূর্ণিমার রথযাত্রা অত্যন্ত বিখ্যাত। বহু বছর ধরেই এই পূর্ণিমা রথযাত্রা মানুষের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে।
বহু বছরের প্রথায় এবার ছেদ পড়ল। এ বছর আর মহিষাদলের ঐতিহ্যবাহী রথ চলছে না। কারণ শুক্রবার সকালেই পরলোকগমণ করেছেন ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখার প্রাক্তন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গঙ্গেশ্বরানন্দজী মহারাজ। সকাল ৬.৪০ নাগাদ তিনি আশ্রমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
advertisement
advertisement
এদিন আশ্রমের তরফে জারি বিবৃতিতে জানানো হয়েছে, মহারাজের মৃত্যুর কারণেই আশ্রমের পূর্ণিমা রথযাত্রা এইবার সম্ভব হচ্ছে না।
প্রসঙ্গতঃ মহিষাদল রাজবাড়ির পরিচালিত বড় রথ যেমন জনপ্রিয় ঠিক তেমনই ভারত সেবাশ্রম পরিচালিত পূর্ণিমারথও বিশেষ সমীহ আদায় করেছে এলাকার মানুষের। এই পূর্ণিমা রথকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষাধিক মানুষের ভিড় জমে মহিষাদলে। আবাল, বৃদ্ধ, বনিতা রথের দিয়ে থাকেন রশিতে টান ।
advertisement
প্রতি বছর রথটি আশ্রম চত্বর থেকে যাত্রা শুরু করে গোটা মহিষাদল বাজারে চক্কর দিয়ে আবার আশ্রমে ফিরে আসে। কিন্তু এদিন মহারাজের মৃত্যুর জেরে বহু বছরের প্রথায় পড়ল ছেদ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2018 4:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বামীজির প্রয়াণে বন্ধ মহিষাদলের ঐতিহ্যবাহী পূর্ণিমার রথযাত্রা, ছেদ পড়ল বহুদিনের ঐতিহ্যে