Travel: ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর, এ বার পুরী, দিঘা বেনারসে অনেক কম খরচে থাকার সুযোগ

Last Updated:

Travel: প্রাথমিকভাবে এই প্রকল্প সফল হলে দার্জিলিং, গ্যাংটকেও গেস্ট হাউস খুলবে পুরসভা

হোটেলের যে ভাড়া তার অনেক কমেই মিলবে পুরসভার এই গেস্ট হাউস
হোটেলের যে ভাড়া তার অনেক কমেই মিলবে পুরসভার এই গেস্ট হাউস
বর্ধমান : পুরী, দিঘা,বেনারসে গিয়ে আর রাত কাটানোর চিন্তা থাকছে না বর্ধমানের বাসিন্দাদের। তাঁদের জন্য সেখানে হলিডে হোম, গেস্ট হাউস তৈরি করছে বর্ধমান পুরসভা। বুকিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এই শহরের বাসিন্দারা। সেখানের হোটেলের যে ভাড়া তার অনেক কমেই মিলবে পুরসভার এই গেস্ট হাউস। শুধু তাই নয়, আসবাব থেকে পরিষেবা সবই যাতে উন্নত মানের হয় সে ব্যাপারেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বর্ধমানের বাসিন্দারা দিঘা বা বেনারসে গিয়ে যাতে কম খরচে ভালভাবে থাকতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে পুরসভা।
প্রাথমিকভাবে এই প্রকল্প সফল হলে দার্জিলিং, গ্যাংটকেও গেস্ট হাউস খুলবে পুরসভা। দেশের বেশ কিছু ধর্মীয় ও পর্যটন স্থানেও গেস্ট হাউস তৈরির পরিকল্পনা নিয়েছে বর্ধমান পুরসভা। প্রথমিক ভাবে এ  বিষয়ে আলোচনাও হয়ে গিয়েছে৷ এখন পর্যন্ত আলোচনায় যা স্থির হয়েছে তা হল পুরী, দীঘা ও বেনারসে এই গেস্ট হাউস হবে। পরবর্তীকালে আরও কিছু স্থান নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন বর্ধমান পুরসভার এক আধিকারিক।
advertisement
আরও পড়ুন :  কর্পোরেট ধাঁচে অফিস খুলে রাজ্যজুড়ে প্রতারণা চালাচ্ছিল মা ও ছেলে! মিলল চোখ কপালে তোলা তথ্য
বর্ধমান পুরসভার এক আধিকারিক জানান, ” খুব কম সময়ে এই স্থানগুলিতে পৌঁছানো যায়।  স্থানগুলি প্রত্যেক বাঙালির কাছে বেশ প্রিয়। কিছুদিন হাতে সময় পেলেই তারা পুরী, দিঘা ও বেনারস ঘুরে আসার চেষ্টা করেন। সেই জন্যই প্রাথমিকভাবে এই স্থানগুলি বেছে নেওয়া হয়েছে। এই স্থানগুলিতে প্রচুর হোটেল রয়েছে ঠিকই। তবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে ঘুরতে গিয়ে পর্যটকরা মনের মতো হোটেল পাননি বা পকেটর কথা ভেবে ভাল হোটেলে থাকার ব্যাপারে বিরত থাকতে হয়েছে৷ সেজন্যই এমন পদক্ষেপ।
advertisement
advertisement
আরও পড়ুন :  পুরসভার উদ্যোগে কলকাতার পুকুরে এ বার মাছচাষের সুযোগ
জানা গিয়েছে, পরিকল্পনা বাস্তবায়িত হলে  বর্ধমানের বাসিন্দাদের এই সব এলাকায় গিয়ে থাকার সমস্যার সম্মুখীন হতে হবে না। গেস্ট হাউস হলে খুব কম খরচে সেখানে রাত্রিবাস করা যাবে। গেস্ট হাউস বুকিং এর ক্ষেত্রে বর্ধমানের বাসিন্দারা আলাদা সুযোগ সুবিধা পাবেন। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন,  ” আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করছি। যে সব প্রোটোকল আছে তা মেনে যত শীঘ্র সম্ভব আমরা কাজে নেমে পড়বো। আশা করছি আগামী গ্রীষ্মকালের মধ্যে এই প্রজেক্টগুলো কাজ শুরু করা যাবে I এই প্রকল্প বাস্তবায়িত হলে হাজার হাজার ভ্রমণপিপাসু উপকৃত হবেন।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Travel: ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর, এ বার পুরী, দিঘা বেনারসে অনেক কম খরচে থাকার সুযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement