কাঁটার ভয় ভুলে ইলিশে মজেছে মন! দত্তপুকুরে বিশেষ উৎসবে দৃষ্টিহীনদের মুখে হাসি

Last Updated:

ভিন রাজ্যে কর্মসূত্রে থাকা সোনালী ঘোষ চন্দ্রের জন্মদিন উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, দৃষ্টিহীন মানুষগুলির মুখে হাসি ফোটানো।

+
দত্তপুকুরে

দত্তপুকুরে ইলিশ উৎসব।

উত্তর ২৪ পরগনা: দৃষ্টিহীনদের ইলিশ উৎসব হল জেলায়। ভোজনরসিক বাঙালির পছন্দের তালিকায় থাকা ইলিশ মাছের উৎসব রাজ্যের নানা প্রান্তে দেখা গেলেও, এমন ব্যতিক্রমী ইলিশ উৎসব রীতিমতো সাড়া ফেলে দিল দত্তপুকুরে। ইলিশ মাছের নানা পদ পাতে পড়তেই, তৃপ্তি সহকারে কাঁটা বেছেই খেলেন দৃষ্টিহীন মানুষজন। এমনই এক ব্যতিক্রমী ইলিশ উৎসবের আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৭৫ জন দৃষ্টিহীন প্রতিবন্ধী মানুষদের নিয়ে এদিন দত্তপুকুরে মিলিত হন তাঁরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিন রাজ্যে কর্মসূত্রে থাকা সোনালী ঘোষ চন্দ্রের জন্মদিন উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, দৃষ্টিহীন মানুষগুলির মুখে হাসি ফোটানো। তাদের অন্ধকার আচ্ছন্ন জীবনে কিছুটা আনন্দের পাশাপাশি স্বাদের সখ পূরণ করা।
advertisement
advertisement
বৃষ্টিভেজা দিনে যখন বাইরে অঝোর ধারায় চলছে বৃষ্টি, তখন তাঁবুর নিচে চেয়ার-টেবিলে বসে ইলিশের স্বাদ নিতে ব্যস্ত দৃষ্টিহীন ভোজন রসিকরা। ভাজা, পাতুরি, সরষে ইলিশ সহ ইলিশের চচ্চড়ি সঙ্গে একাধিক পদ খেয়ে এদিন চুটিয়ে উপভোগ করলেন তাঁরা। শুধু খাওয়াই নয়, উৎসবে ছিল গানবাজনার ব্যবস্থাও। নিজেদের মধ্যে গল্প, একে অপরের সঙ্গে নানা আলাপ আলোচনায় তৈরি হয়েছিল এক অন্য পরিবেশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ইলিশ উৎসবের মধ্যে দিয়েই উপস্থিত দৃষ্টিহীনদের মুখে যেন দেখা গেল তৃপ্তির ছাপ। তাঁরা জানিয়েছেন, এমন ভাবে কেউ ভাবেননি আমাদের জন্য। আজ সত্যিই খুব ভাল লাগছে। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান তারা চালিয়ে যাবেন। সমাজের মূলস্রোতে যাতে দৃষ্টিহীন মানুষজন আরও বেশি করে যুক্ত হতে পারেন, সেই লক্ষ্যেই এমন পদক্ষেপ। আর এর মধ্যে দিয়েই ইলিশ শুধু স্বাদে নয়, হয়ে উঠল মানবিকতারও বাহক।
advertisement
Rudra Narayan Roy 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঁটার ভয় ভুলে ইলিশে মজেছে মন! দত্তপুকুরে বিশেষ উৎসবে দৃষ্টিহীনদের মুখে হাসি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement