High Wave in Sea: সমুদ্রে উত্তাল অবস্থা, নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় গঙ্গাসাগর, পুণ্যার্থীরা সাবধান
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
High Wave in Sea: গঙ্গাসাগরে জলোচ্ছ্বাসের আতঙ্ক! সতর্ক করা হচ্ছে পুণ্যার্থীরা...
সাগর: আবারও সাগরে দেখা দিল জলোচ্ছ্বাসের আতঙ্ক। নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় অনেকটাই জল বেড়েছে সেখানে। ফলে বিপদ এড়াতে সাগরে সতর্ক করা হচ্ছে পূণ্যার্থীদের।আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে সোমবার পর্যন্ত উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। সেই সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে উত্তাল হবে নদী ও সমুদ্র।
গত কটালেই সমুদ্রের জলস্তর বৃদ্ধির প্রভাব পড়েছিল সাগরে। সমুদ্রতট ভেঙেছিল সেবার। আর যার জেরে এখনও আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। এই কোটালে না হলেও পরের পূর্ণিমার কোটালে আবারও ভাঙন হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
আরও পড়ুন – Cricketer Death: ক্রিকেট জগতে শোকের ছায়া, দুনিয়াকে আলবিদা জানিয়ে হঠাৎই চলে গেলেন এই তারকা ক্রিকেটার
advertisement
advertisement
ইতিমধ্যেই সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখানে সমস্ত বিষয়ের উপরে নজর রাখছেন আধিকারিকদের বিশেষ দল। প্রস্তুত রাখা হয়েছে ব্লকের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
এ নিয়ে স্থানীয় বাসিন্দা অঞ্জন মন্ডল জানিয়েছেন, বারবার এমন ঘটনা ঘটায় বিপদের মধ্যে পড়েছেন স্থানীয়রা। কপিলমুনি আশ্রমের সামনে বাইরে থেকে অনেক পর্যটক আসে। সেকারণে এই সাগরতট বাঁচানোর চেষ্টা করতে হবে সরকারের। এখন কবে সেই কাজ হয় সেটাই এখন দেখার বিষয়।
advertisement
Nawab Mullick
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2024 3:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
High Wave in Sea: সমুদ্রে উত্তাল অবস্থা, নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় গঙ্গাসাগর, পুণ্যার্থীরা সাবধান