রাস্তা যেন মরণফাঁদ! যত্রতত্র পড়ে থাকা হাইভোল্টেজ তারে ঝুঁকি বাড়ছে ব্যারাকপুরে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
ব্যারাকপুর মহাকুমার অন্তর্গত খড়দহ-সহ একাধিক অঞ্চলে লাগাতার বৃষ্টির জেরে জল জমা ও তার মধ্যেই ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার মারাত্মক বিপদ ডেকে আনছে।
শুভজিৎ সরকার, ব্যারাকপুর: ব্যারাকপুর মহাকুমার খড়দহ-সহ একাধিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। জমা জল ও বিপজ্জনকভাবে ছেঁড়া তার পড়ে থাকায় সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। টানা বৃষ্টিতে রাস্তায় জল জমে শর্ট সার্কিটের ঘটনাও বাড়ছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। বর্তমানে ব্যারাকপুর মহকুমা অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৈদ্যুতিক ছেঁড়া তার। এরফলে, অহরহ সেই ছেঁড়া তারে পা দিতেই প্রাণসংশয় ঘটছে সাধারণ মানুষের
advertisement
ব্যারাকপুর মহাকুমার অন্তর্গত খড়দহ-সহ একাধিক অঞ্চলে লাগাতার বৃষ্টির জেরে জল জমা ও তার মধ্যেই ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার মারাত্মক বিপদ ডেকে আনছে। ইতিমধ্যেই খড়দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাস্তায় খোলা অবস্থায় পড়ে থাকা বিদ্যুতের তার ঘিরে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে কর্মস্থলে যাতায়াত করা অসংখ্য মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। রাস্তার উপর জলে ডুবে থাকা তার কিংবা শর্ট সার্কিট হওয়া পোস্ট থেকে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি, প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে বিদ্যুৎ দফতর ও পুরসভা যৌথভাবে ব্যবস্থা নিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করা হোক, না হলে মৃত্যু মিছিল আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দাদের।
advertisement
তাদের দাবি, অনুযায়ী রাস্তায় রাস্তায় ছেঁড়া হাইভোল্টেজ তারের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবে কি প্রশাসন? হাইভোল্টেজ তারের কারণে জীবন ঝুঁকির সমস্যা আদৌ মিটবে সাধারণ জনবাসীর? এখন দেখার এটাই- এই সমস্যার সুরাহা কবে ঘটে? তবে প্রশাসনের হস্তক্ষেপেই এমন বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবেন বলে আশা রাখছেন স্থানীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 26, 2025 9:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তা যেন মরণফাঁদ! যত্রতত্র পড়ে থাকা হাইভোল্টেজ তারে ঝুঁকি বাড়ছে ব্যারাকপুরে