সুদের চাপে দিলেন প্রাণ! লোন সংস্থার চড়া দর...কিস্তি মেটাতে না পেরে নিজেকে শেষ করলেন গৃহবধূ!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Loan: মুর্শিদাবাদের সালারে চড়া সুদের চাপে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। লোন সংস্থার আধিকারিকের হুমকির পর তিনি কীটনাশক খান! স্থানীয়দের অভিযোগ, সংস্থাগুলি নিয়ম না মেনে ঋণ দিচ্ছে।
প্রণব কুমার, মুর্শিদাবাদ: সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়ায় বেসরকারি লোন সংস্থার চড়া দর! সুদের চাপে প্রাণ হারালেন এক গৃহবধূ। অভিযোগ, শুক্রবার বিকেলে ওই সংস্থার এক আধিকারিক চিন্ময় দে কিস্তির টাকা আদায়ের জন্য বিউটি বিবির বাড়িতে যান। কিন্তু নির্ধারিত কিস্তির টাকা দিতে না পারায় চাপ বাড়ায় লোন সংস্থার লোকজন। হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
অসহায় গৃহবধূ শেষ পর্যন্ত কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, তবে পথেই মৃত্যু হয় তাঁর।
advertisement
স্থানীয়দের অভিযোগ, লোন সংস্থাগুলি রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম না মেনে চড়া সুদে ঋণ দিচ্ছে এবং পরে কিস্তি তুলতে গিয়ে ভয়-দেখানো, মানসিক নির্যাতন এমনকি হুমকির পথও নিচ্ছে। এভাবে একজন লোন আদায়কারীর এত ক্ষমতা আসে কী ভাবে, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
advertisement
Pranab Kumar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
March 01, 2025 10:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুদের চাপে দিলেন প্রাণ! লোন সংস্থার চড়া দর...কিস্তি মেটাতে না পেরে নিজেকে শেষ করলেন গৃহবধূ!