সুদের চাপে দিলেন প্রাণ! লোন সংস্থার চড়া দর...কিস্তি মেটাতে না পেরে নিজেকে শেষ করলেন গৃহবধূ!

Last Updated:

Loan: মুর্শিদাবাদের সালারে চড়া সুদের চাপে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। লোন সংস্থার আধিকারিকের হুমকির পর তিনি কীটনাশক খান! স্থানীয়দের অভিযোগ, সংস্থাগুলি নিয়ম না মেনে ঋণ দিচ্ছে।

সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়ায় বেসরকারি লোন সংস্থার চড়া দর! সুদের চাপে প্রাণ হারালেন এক গৃহবধূ। অভিযোগ, শুক্রবার বিকেলে ওই সংস্থার এক আধিকারিক চিন্ময় দে কিস্তির টাকা আদায়ের জন্য বিউটি বিবির বাড়িতে যান। কিন্তু নির্ধারিত কিস্তির টাকা দিতে না পারায় চাপ বাড়ায় লোন সংস্থার লোকজন। হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। 
সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়ায় বেসরকারি লোন সংস্থার চড়া দর! সুদের চাপে প্রাণ হারালেন এক গৃহবধূ। অভিযোগ, শুক্রবার বিকেলে ওই সংস্থার এক আধিকারিক চিন্ময় দে কিস্তির টাকা আদায়ের জন্য বিউটি বিবির বাড়িতে যান। কিন্তু নির্ধারিত কিস্তির টাকা দিতে না পারায় চাপ বাড়ায় লোন সংস্থার লোকজন। হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। 
প্রণব কুমার, মুর্শিদাবাদ:  সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়ায় বেসরকারি লোন সংস্থার চড়া দর! সুদের চাপে প্রাণ হারালেন এক গৃহবধূ। অভিযোগ, শুক্রবার বিকেলে ওই সংস্থার এক আধিকারিক চিন্ময় দে কিস্তির টাকা আদায়ের জন্য বিউটি বিবির বাড়িতে যান। কিন্তু নির্ধারিত কিস্তির টাকা দিতে না পারায় চাপ বাড়ায় লোন সংস্থার লোকজন। হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
অসহায় গৃহবধূ শেষ পর্যন্ত কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, তবে পথেই মৃত্যু হয় তাঁর।
advertisement
স্থানীয়দের অভিযোগ, লোন সংস্থাগুলি রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম না মেনে চড়া সুদে ঋণ দিচ্ছে এবং পরে কিস্তি তুলতে গিয়ে ভয়-দেখানো, মানসিক নির্যাতন এমনকি হুমকির পথও নিচ্ছে। এভাবে একজন লোন আদায়কারীর এত ক্ষমতা আসে কী ভাবে, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
advertisement
Pranab Kumar
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুদের চাপে দিলেন প্রাণ! লোন সংস্থার চড়া দর...কিস্তি মেটাতে না পেরে নিজেকে শেষ করলেন গৃহবধূ!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement