Murshidabad: পাড়ার শান্ত বাজার, সেখানে এক বাড়িতে হঠাৎ পুলিশ! যা উদ্ধার হল, শুনলে চমকে যাবেন

Last Updated:

Drug Case- মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজার সংলগ্ন এলাকায় ভর দুপুরে নেশাজাতীয় দ্রব্য হেরোইন উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার দুপুরে হরিহরপাড়া থানার পুলিশ আরসিন শেখ নামে এক যুবকের বাড়িতে হানা দেয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৯০ গ্রাম হেরোইন।

হরিহরপাড়াতে অভিযান পুলিশের ।উদ্ধার মাদকদ্রব্য হেরোইন 
হরিহরপাড়াতে অভিযান পুলিশের ।উদ্ধার মাদকদ্রব্য হেরোইন 
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজার সংলগ্ন এলাকায় ভর দুপুরে নেশাজাতীয় দ্রব্য হেরোইন উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার দুপুরে হরিহরপাড়া থানার পুলিশ আরসিন শেখ নামে এক যুবকের বাড়িতে হানা দেয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৯০ গ্রাম হেরোইন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতার করা হয় আরসিন শেখ নামের যুবককে।
অভিযানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জাম ভুটিয়া, থানার আইসি অরূপ কুমার রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। বাজারঘেঁষা এলাকায় বাড়ি থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্যে ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হবে। মাদক ব্যবসার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন।
advertisement
advertisement
আরও পড়ুন- ঝলমলে রোদ দেখে আনন্দ হয়েছিল? এক ঘণ্টায় আসছে আকাশভাঙা বৃষ্টি, ফের তোলপাড় আবহাওয়া
পুলিশ সূত্রে খবর, গত এক সপ্তাহে মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকা থেকে প্রায় ৬০০ গ্রাম হেরোইন-সহ বেশ কয়েকজনকে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এনডিপিএস মামলা রুজু হয়েছে। তবে শুধু লালগোলা নয়, এবার হেরোইনের রমরমা কারবার মুর্শিদাবাদের হরিহরপাড়াতেও। যা নিয়ে চিন্তিত পুলিশ। বাজারের মধ্যে এই ভাবে মাদকদ্রব্য বিক্রি হতেই সজাগ পুলিশ। গ্রেফতার করা হয়েছে মাদক বিক্রির পান্ডাকেও। আরসিন শেখ কোথা থেকে এই মাদকদ্রব্য নিয়ে এসেছিল তাও খতিয়ে দেখবে পুলিশ।
advertisement
পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদ জেলাকে মাদকশূন্য করা হবে। লালগোলা থেকে বহরমপুর, হরিহরপাড়া সর্বত্রই পুলিশ এই অভিযান চালিয়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: পাড়ার শান্ত বাজার, সেখানে এক বাড়িতে হঠাৎ পুলিশ! যা উদ্ধার হল, শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement