West Bengal News: কাঠের পুতুলে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন! জেলার সুনাম ছড়াচ্ছে নতুনগ্রাম

Last Updated:

West Bengal News: পূর্ব বর্ধমান জেলা রাজ্যের শস্যভান্ডার নামে পরিচিত হলেও, শিল্পেও এই জেলার কদর কম নয়। সেই রকমই এই জেলার একটি গ্রাম হল নতুনগ্রাম। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকে রয়েছে এই গ্রামটি।

কাঠের পুতুল 
কাঠের পুতুল 
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা রাজ্যের শস্যভান্ডার নামে পরিচিত হলেও, শিল্পেও এই জেলার কদর কম নয়। সেই রকমই এই জেলার একটি গ্রাম হল নতুনগ্রাম। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকে রয়েছে এই গ্রামটি। তবে এই গ্রামের নাম নতুনগ্রাম হলেও অনেকের কাছেই পরিচিত কাঠপুতুলের গ্রাম অথবা শিল্পীগ্রাম নামেই।
এই গ্রামের বেশিরভাগ মানুষই জড়িত রয়েছেন শিল্পের সঙ্গে। পুরুষদের পাশাপাশি মহিলারাও কাজ করেন। বর্তমানে এই এই গ্রাম অনেকের কাছেই বেশ জনপ্রিয়। বিদেশি পর্যটকদেরও যাতায়াত বেড়েছে এই গ্রামে। এক কথায় বলতে গেলে শিল্পের সঙ্গে যুক্ত থেকে বেশ স্বাচ্ছন্দ্যেই জীবনযাপন করছেন গ্রামের শিল্পীরা।
advertisement
advertisement
আজ থেকে নয়, কয়েকশো বছর ধরেই এই পুতুল তৈরি হয় বর্ধমানের নতুন গ্রামে। রথের মেলা, রাসযাত্রা, জয়দেবের মেলা সহ সব মেলাতেই নতুনগ্রামের বিভিন্ন কাঠের পুতুলের চাহিদা বরাবরের। চাহিদা বেড়েছে মঞ্জুষা, বিশ্ব বাংলার স্টলে। তবে এখন সমাজমাধ্যমের হাত ধরে বিশ্বজোড়া বাজার পেয়েছে নতুনগ্রাম। রাজ্য তথা দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসে অন লাইনে। চাহিদা বাড়ায় বেড়েছে অভিনবত্ব।
advertisement
কাঠের পেঁচা জায়গা করে নিচ্ছে জানালার পর্দা, ঘড়ি, শোপিসে। তবে পেঁচা ছাড়াও এখন তৈরি হয় কাঠের রাধাকৃষ্ণ, গৌরনিতাই, জগন্নাথ-বলরাম-সুভদ্রা, বর-কনে প্রভৃতি। সব মিলিয়ে শিল্পীদের কথায় তাঁরা ভাল রয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: কাঠের পুতুলে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন! জেলার সুনাম ছড়াচ্ছে নতুনগ্রাম
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement