সমুদ্র উপকূল এলাকায় লাগাতার বৃষ্টি, বাঁধ টপকে জল ঢুকছে লোকালয়ে
Last Updated:
ঝাড়খণ্ড থেকে অন্ধ্র উপকূলের দিকে ক্রমশ সরছে নিম্নচাপ। তার জেরে রাজ্যের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি।
#কলকাতা: ঝাড়খণ্ড থেকে অন্ধ্র উপকূলের দিকে ক্রমশ সরছে নিম্নচাপ। তার জেরে রাজ্যের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি। রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত উপকূল এলাকাগুলি।
রাত থেকে বৃষ্টি হচ্ছে দিঘা, শঙ্করপুর, চাঁদপুরে। বাঁধ টপকে জল ঢুকছে লোকালয়ে। আতঙ্কে চাঁদপুর, জলধা এলাকার বাসিন্দারা। অবিরাম বৃষ্টির জেরে দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস। পূর্ব মেদিনীপুরে ফেরি পরিষেবা বন্ধ করল প্রশাসন।
জলোচ্ছাস দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকাতেও। মৌসুমী দ্বীপ, নামখানা ওপাথপ্রতিমায় জলোচ্ছ্বাসের জেরে বিপত্তি।একাধিক জায়গায় নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সরিয়ে চলছে বাঁধ মেরামতির কাজ। জলের তলায় বেশ কয়েকবিঘা চাষের জমি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2017 1:00 PM IST