Bankura News: নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি! জল ছাড়া শুরু বাঁকুড়ায়, ভয়ঙ্কর সুন্দর দৃশ্যের মাঝেই চাপ বাড়ছে ঘাটালের

Last Updated:

Bankura News: ইন্দপুরের কদমদেউলী জলাধার থেকে। শিলাবতী নদীবক্ষে বৃহস্পতিবার ৬০০০ কিউসেক জল ছাড়া হয়।

+
জলাধার

জলাধার থেকে জল ছাড়ার ভয়ংকর দৃশ্য

বাঁকুড়া: চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি! বাঁকুড়ার জলাধারগুলি জলে টইটুম্বুর। ছোটখাটো জলাধারগুলির মধ্যে জল ছাড়া হল ইন্দপুরের কদমদেউলী জলাধার থেকে। শিলাবতী নদীবক্ষে বৃহস্পতিবার ৬০০০ কিউসেক জল ছাড়া হয়। এই জল বয়ে চলেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরের দিকে। শিলাবতী নদী যেন ফুঁসছে, শিলাবতী নদীর জল পৌঁছে গেছে সিমলাপালের উপর দিয়ে, বন্ধ হয়েছে রাজ্য সড়ক। যোগাযোগ ব্যবস্থা হয়েছে ব্যাহত।
কদম দেউলী জলাধার থেকে জল ছাড়ার দৃশ্য দেখার জন্য উপস্থিত ছিলেন না একটি পর্যটকও। সকাল থেকেই হট টপিক, জলমগ্ন সিমলাপাল। ধারাবাহিক বৃষ্টিতে ডুবল বাঁকুড়ার শিলাবতী নদীর উপর সিমলাপাল সেতু। ওই সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে।
advertisement
advertisement
বিপদজনক অবস্থায় থাকা ওই সেতু দিয়ে পারাপার করতে গিয়ে সেতুর উপর আটকে যায় যানবাহন। শুধু সিমলাপাল সেতুই নয় শিলাবতী নদীর জলে ডুবেছে ভেলাইডিহা সেতুও। বাঁকুড়া মানেই মুকুটমনিপুর এমনটা নয়! বাঁকুড়াতে রয়েছে একাধিক নাম না জানা জলাধার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ইন্দপুরের কদমদেউলী জলাধার সেই নাম না জানা জলাধারগুলির মধ্যে অন্যতম। বৃষ্টি হলেই কিংবা জল বাড়লেই চোখ থাকে কংসাবতী জলধারের দিকে। তবে বাঁকুড়ার মানুষ ভুলেই যান বাঁকুড়াতে রয়েছে, তালবেড়িয়া, গাংদুয়া। দুই দিনের বৃষ্টির জেরে একটি নয়না অবিরাম দৃশ্য পর্যটকদের চোখের অভাবে একাকিত্বে পড়ে রইল।
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি! জল ছাড়া শুরু বাঁকুড়ায়, ভয়ঙ্কর সুন্দর দৃশ্যের মাঝেই চাপ বাড়ছে ঘাটালের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement