অতি বর্ষণে নরম মাটি, বাড়ির উপর ভেঙে পড়ল বিশাল গাছ! তারপর যা হল
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
রাস্তাটির ধারে আরও বেশ কয়েকটি বড় গাছ রয়েছে, যেগুলোর নিচের মাটি ইতিমধ্যেই আলগা। সেগুলোও যে কোনও সময় একইভাবে পড়ে যেতে পারে, সেই চিন্তায় উদ্বিগ্ন স্থানীয়রা।
জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণা: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগরের গোবিন্দপুর পঞ্চায়েতের সৈয়দকাঠি এলাকায় ভোরবেলা ঘটে যায় বিপজ্জনক এক ঘটনা। লাগাতার বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ার ফলে রাস্তার ধারে থাকা বিশাল একটি গাছ হঠাৎই উপড়ে পড়ে। গাছটি পড়ে তরণীপুর রোডের উপর দিয়ে একটি বাড়ির উপরেও।
ভাগ্যক্রমে সেই সময় বাড়িতে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় পরিবারটি। তবে গাছটি রাস্তায় পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পথচারী থেকে যানবাহন—সবাইকে ভোগান্তির মুখে পড়তে হয়। খবর পেয়ে এলাকাবাসী নিজেরাই গাছ কাটার কাজে হাত লাগিয়েছেন। যদিও আশঙ্কা থেকেই যাচ্ছে।
advertisement
advertisement
কারণ রাস্তাটির ধারে আরও বেশ কয়েকটি বড় গাছ রয়েছে, যেগুলোর নিচের মাটি ইতিমধ্যেই আলগা। সেগুলোও যে কোনও সময় একইভাবে পড়ে যেতে পারে, সেই চিন্তায় উদ্বিগ্ন স্থানীয়রা। যেহেতু রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম, তাই দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সকলে। একদিকে দুর্যোগের আবহাওয়া, অন্যদিকে ঝুঁকিপূর্ণ গাছ—এই পরিস্থিতিতে ভয় ও উদ্বেগে দিন কাটাচ্ছেন সৈয়দকাঠি ও আশপাশের বাসিন্দারা। এলাকাবাসী চাইছেন, অবিলম্বে সমস্ত ঝুঁকিপূর্ণ গাছ সরিয়ে নেওয়া হোক ও রাস্তা পরিষ্কার করে চলাচল স্বাভাবিক করা হোক। স্কুলপথ, বাজার ও জরুরি পরিষেবার যাতায়াত এই রাস্তা দিয়ে হওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়া ও সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 30, 2025 5:01 PM IST