Heavy Rain: শেষ রক্ষা হল না, বাড়ির মধ্যেই কামড়ে ধরল বিষধর! যন্ত্রণায় ছটফট করতে-করতে প্রাণ গেল পাঁশকুড়ার শুভেন্দুর
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
Heavy Rain: শনিবার সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। কয়েকদিনের টানা বৃষ্টির ফলে জমা জলে ভোগান্তিতে পড়েছেন পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামের মানুষজন।
পাঁশকুড়া: ঘরের বাইরে জমে রয়েছে জল। শুকনো ডাঙার অভাবে ঘরের মধ্যে ঢুকে পড়ছে একের পর এক বিষধর সাপ। এই নিয়েই বসবাস পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনদের। এই জল যন্ত্রণার মধ্যেই সাপের কামড়ও খেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঘটছে মৃত্যুও!
advertisement
শনিবার সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। কয়েকদিনের টানা বৃষ্টির ফলে জমা জলে ভোগান্তিতে পড়েছেন পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামের মানুষজন। বিষধর সাপের উপদ্রবও বেড়েছে ওই এলাকায়। বিষধর সাপের আতঙ্ক তাড়া করে চলেছে এলাকার মানুষজনদের।
advertisement
advertisement
তার মধ্যেই বাড়ির মধ্যে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বিষধর সাপ কামড় দিলে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, একমাস আগে ওই মৃত ছাত্রের ঠাকুমাও সাপের কামড় খান। বরাত জোর তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। কিন্তু ওই একই পরিবারের ১৩ বছরের নাবালক শুভেন্দু রানাকে সাপ কামড়ালে শেষ রক্ষা হয়নি।
advertisement
সাধারণ মানুষের ক্ষোভ তাঁরা বারবার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোন সুরাহা পাননি। জল যন্ত্রণার পাশাপাশি বিষধর সাপের সঙ্গে তাদের দিন কাটাতে হচ্ছে। জল নিকাশি না থাকায় চরম দুর্ভোগের শিকার তারা। জল নিকাশী ঠিক মতো না থাকায় এই সংকট বলে অভিযোগ এলাকাবাসীর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2025 2:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heavy Rain: শেষ রক্ষা হল না, বাড়ির মধ্যেই কামড়ে ধরল বিষধর! যন্ত্রণায় ছটফট করতে-করতে প্রাণ গেল পাঁশকুড়ার শুভেন্দুর