Viral: রাত ১ টা, প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন মা! স্টেশনেই যা করলেন যুবক...দেখেই গায়ে কাঁটা দিচ্ছে সবার! হু হু করে ভাইরাল ‘বাস্তবের র‍্যাঞ্ছোর’ কীর্তি

Last Updated:
Viral: ট্রেনে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন গর্ভবতী মহিলা। ত‍্যক্ষণাত্‍ তিনি ট্রেনের চেন টেনে থামানোর চেষ্টা করেন।
1/11
প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন হবু মা। আশপাশে নেই কোনও ডাক্তার। শেষমেশ পরিত্রাতা হয়ে নিজের উদ‍্যোগেই ডেলিভারি করলেন একদল যুবক। ভিডিও কলে নির্দেশ দিচ্ছেন একজন ডাক্তার। ‘ত্রি ইডিয়টস’ ছবির শেষ দৃশ‍্যের কথা মনে পড়ে যাচ্ছে কী? কিন্তু এ ঘটনা ঘটেছে একেবারে বাস্তবে, তাও ব‍্যস্ত মুম্বইয়ের একটি স্টেশনে। যুবকের অসাধারণ কীর্তি নিয়ে এই মুহূর্তে চর্চায় মেতে গোটা নেটদুনিয়া।
প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন হবু মা। আশপাশে নেই কোনও ডাক্তার। শেষমেশ পরিত্রাতা হয়ে নিজের উদ‍্যোগেই ডেলিভারি করলেন একদল যুবক। ভিডিও কলে নির্দেশ দিচ্ছেন একজন ডাক্তার। ‘ত্রি ইডিয়টস’ ছবির শেষ দৃশ‍্যের কথা মনে পড়ে যাচ্ছে কী? কিন্তু এ ঘটনা ঘটেছে একেবারে বাস্তবে, তাও ব‍্যস্ত মুম্বইয়ের একটি স্টেশনে। যুবকের অসাধারণ কীর্তি নিয়ে এই মুহূর্তে চর্চায় মেতে গোটা নেটদুনিয়া।
advertisement
2/11
ঘটনাটি ঘটেছে রাম মন্দির স্টেশনে। রাত তখন প্রায় ১ টা। ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম বিকাশ বেদ্রে। তিনি দেখেন ট্রেনে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন গর্ভবতী মহিলা। ত‍্যক্ষণাত্‍ তিনি ট্রেনের চেন টেনে থামানোর চেষ্টা করেন।
ঘটনাটি ঘটেছে রাম মন্দির স্টেশনে। রাত তখন প্রায় ১ টা। ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম বিকাশ বেদ্রে। তিনি দেখেন ট্রেনে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন গর্ভবতী মহিলা। ত‍্যক্ষণাত্‍ তিনি ট্রেনের চেন টেনে থামানোর চেষ্টা করেন।
advertisement
3/11
ইনস্টাগ্রামে ঘটনাটি শেয়ার করা ব‍্যক্তি বিস্তারিত ভাবে বর্ণণা দিয়েছেন পুরো ঘটনার। পাশাপাশি যুবকের কীর্তির ভূয়সী প্রশংসা করে তিনি লিখেছেন, ‘‘উনি সত‍্যিই অসাধারণ সাহসী। কোনও শব্দই উনাকে বর্ণনা করার জন‍্য যথেষ্ট নয়।’’
ইনস্টাগ্রামে ঘটনাটি শেয়ার করা ব‍্যক্তি বিস্তারিত ভাবে বর্ণণা দিয়েছেন পুরো ঘটনার। পাশাপাশি যুবকের কীর্তির ভূয়সী প্রশংসা করে তিনি লিখেছেন, ‘‘উনি সত‍্যিই অসাধারণ সাহসী। কোনও শব্দই উনাকে বর্ণনা করার জন‍্য যথেষ্ট নয়।’’
advertisement
4/11
ঘটনার বিবরণ দিতে গিয়ে লিখেছেন, ‘‘বলার সময় এখনও আমার শরীরে শিহরণ খেলে যাচ্ছে। মহিলার শিশুটি অর্ধেক বাইরে, অর্ধেক ভিতরে, এমন অবস্থায় ছিল। সেই মুহূর্তে, সত্যিই মনে হয়েছিল যেন ঈশ্বর এই ভাইকে সেখানে একটি কারণেই পাঠিয়েছেন।’’ প্রতীকী ছবি৷
ঘটনার বিবরণ দিতে গিয়ে লিখেছেন, ‘‘বলার সময় এখনও আমার শরীরে শিহরণ খেলে যাচ্ছে। মহিলার শিশুটি অর্ধেক বাইরে, অর্ধেক ভিতরে, এমন অবস্থায় ছিল। সেই মুহূর্তে, সত্যিই মনে হয়েছিল যেন ঈশ্বর এই ভাইকে সেখানে একটি কারণেই পাঠিয়েছেন।’’ প্রতীকী ছবি৷
advertisement
5/11
পোস্ট অনুযায়ী, ওই ব্যক্তি একটি ডাক্তার যিনি ভিডিও কলের মাধ্যমে তাকে নির্দেশনা দিয়েছিলেন তার সাহায্যে সফলভাবে শিশুর জন্ম দিতে সক্ষম হন।
পোস্ট অনুযায়ী, ওই ব্যক্তি একটি ডাক্তার যিনি ভিডিও কলের মাধ্যমে তাকে নির্দেশনা দিয়েছিলেন তার সাহায্যে সফলভাবে শিশুর জন্ম দিতে সক্ষম হন।
advertisement
6/11
ব্যবহারকারী লিখেছেন, “আমরা সবাই আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু অ্যাম্বুলেন্স আসতে সময় নিচ্ছিল। অবশেষে, একজন মহিলা ডাক্তার ভিডিও কলের মাধ্যমে তাকে নির্দেশনা দিয়েছিলেন।’’
ব্যবহারকারী লিখেছেন, “আমরা সবাই আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু অ্যাম্বুলেন্স আসতে সময় নিচ্ছিল। অবশেষে, একজন মহিলা ডাক্তার ভিডিও কলের মাধ্যমে তাকে নির্দেশনা দিয়েছিলেন।’’
advertisement
7/11
ব্যবহারকারী জানান ডাক্তারের নির্দেশ অনুসরণ করেই ডেলিভারি করেন ওই যুবক। ‘‘সেই মুহূর্তে উনার সাহস শব্দের বাইরে ব‍্যাখ‍্যাতীত’’। স্টেশনে জড়ো হওয়া লোকেরা, যার মধ্যে কিছু পুলিশ কর্মকর্তা ছিলেন। তারাও যুবকের সাহসের প্রশংসা করেন।
ব্যবহারকারী জানান ডাক্তারের নির্দেশ অনুসরণ করেই ডেলিভারি করেন ওই যুবক। ‘‘সেই মুহূর্তে উনার সাহস শব্দের বাইরে ব‍্যাখ‍্যাতীত’’। স্টেশনে জড়ো হওয়া লোকেরা, যার মধ্যে কিছু পুলিশ কর্মকর্তা ছিলেন। তারাও যুবকের সাহসের প্রশংসা করেন।Photo- File
advertisement
8/11
শেয়ার করা ওই ক্লিপে যুবককে বলতে শোনা যায় তিনি জীবনে প্রথমবার করলেন এই কাজ। ভিডিওতে দেখা যায় সদ‍্যজাত এক শিশুকে ধরে দাঁড়িয়ে আছেন এক যুবক।
শেয়ার করা ওই ক্লিপে যুবককে বলতে শোনা যায় তিনি জীবনে প্রথমবার করলেন এই কাজ। ভিডিওতে দেখা যায় সদ‍্যজাত এক শিশুকে ধরে দাঁড়িয়ে আছেন এক যুবক। ভিডিওটি দেখতে ক্লিক করুন
advertisement
9/11
পাশেই শুয়ে প্রসূতি মা। একজনকে বলতে শোনা যায়, ‘‘ছেলে হয়েছে।’’ যুবককে বলতে শোনা যায়, ‘‘জীবনে প্রথমবার করলাম। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ম্যাডাম ভিডিও কলের মাধ্যমে অনেক সাহায্য করেছেন।’’
পাশেই শুয়ে প্রসূতি মা। একজনকে বলতে শোনা যায়, ‘‘ছেলে হয়েছে।’’ যুবককে বলতে শোনা যায়, ‘‘জীবনে প্রথমবার করলাম। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ম্যাডাম ভিডিও কলের মাধ্যমে অনেক সাহায্য করেছেন।’’
advertisement
10/11
ওই পোস্টে আরও দাবি করা হয়েছে যে, পরে জানা যায় যে মহিলার পরিবার কাছাকাছি একটি হাসপাতালে সাহায্যের জন্য গিয়েছিল কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল, ফলে তারা ট্রেনে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়। ‘‘এটি সত্যিই লজ্জাজনক যে একটি হাসপাতাল এমন পরিস্থিতিতে একটি মাকে সাহায্য করতে অস্বীকার করেছে’’, লিখেছে পোস্টটি।
ওই পোস্টে আরও দাবি করা হয়েছে যে, পরে জানা যায় যে মহিলার পরিবার কাছাকাছি একটি হাসপাতালে সাহায্যের জন্য গিয়েছিল কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল, ফলে তারা ট্রেনে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়। ‘‘এটি সত্যিই লজ্জাজনক যে একটি হাসপাতাল এমন পরিস্থিতিতে একটি মাকে সাহায্য করতে অস্বীকার করেছে’’, লিখেছে পোস্টটি।
advertisement
11/11
তবে বর্তমানে মা এবং সন্তান দু'জনেই সুস্থ রয়েছে। পাশাপাশি তুমুল প্রশংসিত হয়েছে যুবকের সাহস এবং কীর্তি। ইন্টারনেট ওই ব্যক্তিকে “রিয়েল হিরো
তবে বর্তমানে মা এবং সন্তান দু'জনেই সুস্থ রয়েছে। পাশাপাশি তুমুল প্রশংসিত হয়েছে যুবকের সাহস এবং কীর্তি। ইন্টারনেট ওই ব্যক্তিকে “রিয়েল হিরো" বলে অভিহিত করেছে। অনেকেই র‍্যাঞ্চোর চরিত্রের সঙ্গে মিল পেয়ে তাঁকে বলছেন বাস্তবের র‍্যাঞ্চো।
advertisement
advertisement
advertisement