Heat Wave: রোদ যত চড়া হয় ততই রোজগারের সুযোগ বাড়ে! অসহায় মানুষগুলো শেষে পেল স্বস্তি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Heat Wave: তীব্র রোদের মধ্যেই যাত্রীদের নিয়ে রিকশা ছোটাচ্ছেন চালকরা। সেই তাঁদের দিকেই এবার বাড়িয়ে দেওয়া হল সাহায্যের হাত
দক্ষিণ ২৪ পরগনা: তীব্র দাবদহে গোটা রাজ্যে মানুষ নাজেহাল হয়ে পড়েছে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই সপ্তাতেও বৃষ্টির দেখা পাওয়া যাবে না। বরং তাপপ্রবাহ আরও বাড়তে পারে। এমন অবস্থায় দক্ষিণবঙ্গের মানুষ কার্যত নাকাল হয়ে পড়েছে। টানা গরম সহ্য না করতে পেরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু পেটের তাগিদে ভ্যানচালক, রিকশাচালকদের এই ভয়াবহ গরমের মধ্যেই রাস্তায় বেরোতে হচ্ছে।
আমজনতা গরম সহ্য করতে না পেরে রিকশায় উঠছে নিজেকে বাঁচাতে। এটাই সারাদিনের দুটো রোজগারের সুযোগ এনে দেয় ওই অসহায় মানুষগুলোর কাছে। ফলে তীব্র রোদের মধ্যেই যাত্রীদের নিয়ে রিকশা ছোটাচ্ছেন চালকরা। এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে রাজপুর-সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নবশ্রী বাজার এলাকায় লাল-হলুদ ব্রাইট বাহিনীর সহযোগিতায় তুলে দেওয়া হয় ছাতা ও রোদ চশমা।
advertisement
advertisement
প্রখর রোদে ছাতা ও রোদ চশমা পেয়ে অত্যন্ত খুশি শ্রীখণ্ড নবশ্রী বাজার এলাকার দুঃস্থেরা। স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুঃস্থ মানুষগুলোকে একটু স্বস্তি দিতেই তাঁরা এমন উদ্যোগ নিয়েছেন।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2024 4:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heat Wave: রোদ যত চড়া হয় ততই রোজগারের সুযোগ বাড়ে! অসহায় মানুষগুলো শেষে পেল স্বস্তি