Heat Wave: গরমে মাথা ঘুরে রাস্তায় পড়ে ভবঘুরে, পুলিশ দেখেই...
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Heat Wave: তীব্র গরম আর তাপপ্রবাহে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে নিজ দায়িত্বে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেন পূর্ব বর্ধমানের কৈচর ফাঁড়ির এক পুলিশকর্মী
পূর্ব বর্ধমান: আজকাল বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। নানান প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে কাজও করতে হয় তাঁদের। এই যেমন এখন রাজ্যজুড়ে তীব্র দাবদাহ চললেও নিজেদের কর্তব্যে অবিচল পুলিশকর্মীরা। সেই সূত্র ধরে এবার পূর্ব বর্ধমান জেলায় দেখা গেল পুলিশের এক মানবিক মুখ। যা জানলে পুলিশের প্রতি ভয় নয়, শ্রদ্ধা জন্মাবে আপনার মনেও।
তীব্র গরম আর তাপপ্রবাহে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে নিজ দায়িত্বে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেন পূর্ব বর্ধমানের কৈচর ফাঁড়ির এক পুলিশকর্মী। ফাঁড়ির বড়বাবু শেখ শরিফুল এবং এএসআই বলরাম চট্টোপাধ্যায়ের ভূমিকায় খুশি প্রত্যেকেই। সোমবার দুপুর নাগাদ কৈচর ফাঁড়ির পুলিশকর্মী এএসআই বলরাম চট্টোপাধ্যায় ডিউটি চলাকালীন বর্ধমান-কাটোয়া রোডের ছোট পোষলা গ্রামের কাছে রাস্তায় পড়ে থাকতে দেখেন এক অসুস্থ ভবঘুরে ব্যক্তিকে। তিনি তৎক্ষণাৎ বছর তিরিশের ওই ব্যক্তিকে দেখে বড়বাবু শেখ শরিফুলকে খবর দেন। বড়বাবুর পরামর্শ মত দ্রুত ওই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান এএসআই বলরাম চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
নিজেদের দায়িত্বে গাড়িতে বসিয়ে ভাতার হাসপাতালে নিয়ে যান অসুস্থ ব্যক্তিকে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা ওই অসুস্থ ব্যক্তির চিকিৎসা শুরু করেন। জানা গিয়েছে, তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়ে তিনি। পুলিশের এই মানবিক ভূমিকা খুশি এলাকার সকলে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2024 12:51 PM IST