Heat Wave: এই গরমে শরবত হাতে নিয়ে জাতীয় সড়কে দাঁড়িয়ে যুবক! তারপর যা হল
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Heat Wave: প্রায় ৫০০ জন গাড়ির চালক ও পথচারীদের খাওয়ানো হয় ঠান্ডা পানীয় জল এবং শরবত। এই ভয়ঙ্কর গরমে এটুকু পেয়েই হাঁফ ছেড়ে বাঁচেন সকলে
মুর্শিদাবাদ: তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। টানা তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে খুব প্রয়োজন ছাড়া দুপুরের দিকে মানুষ বাড়ি থেকে বাইরে বের হচ্ছে না। তাপমাত্রা পৌঁছেছে ৪৪ ডিগ্রিতে। এই ভয়াবহ গরমের মধ্যেই এক যুবককে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল মুর্শিদাবাদে। ৩৪ নম্বর জাতীয় সড়কে ঠান্ডা শরবত হাতে দাঁড়িয়ে যুবক সঞ্জীব দাস।
টানা তাপপ্রবাহে বিধ্বস্ত পথচারীদের ও গাড়ি চালকদের কিছুটা স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন সাগরদিঘির সঞ্জীব। একদিকে যখন তীব্র দাবদহে পুড়ছে গোটা রাজ্য, অন্যদিকে চাঁদিফাটা গরমে যুবকের এই উদ্যোগ দেখে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। সঞ্জীব দাস তাঁর বন্ধুদের নিয়ে তীব্র দাবদাহের মধ্যে পথচলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে সাগরদিঘির রতনপুর জাতীয় সড়কে ঠান্ডা শরবত বিতরণ করেন। এই উদ্যোগ দেখে সেখানে হাজির হন সাগরদিঘি থানার ট্রাফিক ইনচার্জ তন্ময় গণি। এএসআই ফিরদৌস আহমেদ, সঞ্জীব দাসের এই উদ্যোগে তাঁরাও সামিল হন।
advertisement
আরও পড়ুন: সানাই শুনিয়ে জঙ্গিপুরে বাজিমাত করবে বিজেপি?
advertisement
প্রায় ৫০০ জন গাড়ির চালক ও পথচারীদের খাওয়ানো হয় ঠান্ডা পানীয় জল এবং শরবত। উদ্যোক্তা সঞ্জীব দাস বলেন, আমরা শুধু আজকেই নয়, বছরের ৩৬৫ দিনই কিছু না কিছু সামাজিক কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ায় চেষ্টা করি। তীব্র দাবদাহে গাড়ি চালকদের কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
advertisement
এছাড়াও বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশ রক্ষার্থে ও এক সুস্থ সমাজ গড়ে তুলতে নিজে বৃক্ষরোপন সহ প্রতিটি উৎসবে চারাগাছ উপহার দিয়ে চলেছেন মুর্শিদাবাদের সাগরদিঘির যুবক সঞ্জীব দাস। তিনি জানান, এখনও পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে ১৩ হাজার গাছের চারা মানুষের হাতে তুলে দিয়েছেন। আগামীদিনে এই সংখ্যা আরও বাড়বে বলে তিনি জানান। তবে গরমের সময় পথ চলতি সাধারণ মানুষদের সাবধানে থাকার বার্তা দিলেন তিনি।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2024 12:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heat Wave: এই গরমে শরবত হাতে নিয়ে জাতীয় সড়কে দাঁড়িয়ে যুবক! তারপর যা হল