East Bardhaman News: স্বাস্থ্য আর শিক্ষার যুগলবন্দী, পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা বর্ধমানের বিদ্যালয়ে
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে নেওয়া এহেন উদ্যোগ সত্যিই বেশ প্রশংসনীয়।
পূর্ব বর্ধমান: বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য প্রয়োজন রয়েছে স্বাস্থ্যপরীক্ষার। স্বাস্থ্য আর শিক্ষা পড়ুয়াদের বিকাশের দুই ডানা। সেরকমই পড়ুয়াদের কথা মাথায় রেখে বর্ধমানের এই বিদ্যালয়ে পড়ুয়াদের স্বাস্থ্যপরীক্ষা করা হল। পড়ুয়াদের রক্তচাপ থেকে হার্ট সহ বিভিন্ন পরীক্ষা করা হল। পূর্ব বর্ধমান জেলার অন্যতম একটি বিদ্যালয় বর্ধমান কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়েই শুধুমাত্র পড়ুয়াদের কথা ভেবে বিশেষ স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত এই বিষয়ে বলেন, “বিদ্যালয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হলে পড়ুয়াদের স্বাস্থ্য ভালো থাকবে এবং তারা কি ধরনের খাবার খাবে সেই সম্পর্কে একটা ধারণা জন্মাবে। বিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা করা দরকার বিদ্যালয়ের স্বার্থে আদর্শ মানুষ গড়ার স্বার্থে।” বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির তরফে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অষ্টম, নবম এবং দশম শ্রেণীর প্রায়তিনশ ছাত্র-ছাত্রীর উচ্চতা, ওজন, রক্তচাপ, চোখ, হার্ট তথা অন্যান্য সমস্যা নিয়ে আলাপচারিতার মাধ্যমে স্বাস্থ্যের হাল হকিকত পরীক্ষা করা হয়।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
advertisement
বর্ধমানের এই বিদ্যালয়ে বছরে অন্তত চার থেকে পাঁচটি বিনামূল্য স্বাস্থ্যশিবির হয়ে থাকে, যা এই প্রত্যন্ত অঞ্চলের দারিদ্রসীমার আশেপাশে থাকা ছাত্রছাত্রীদের অনেকটাই উপকারে লাগে। বিদ্যালয়ের শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় জানিয়েছেন,”আমাদের বিদ্যালয়ে পড়ুয়াদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়। পড়ুয়াদের স্বাস্থ্যের সমস্যা হলে আমরা সেটা সমাধান করারও চেষ্টা করি।”
advertisement
স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে তাদের সঙ্গে বিশেষ ভাবে আলোচনাও করা হয়। এছাড়া আসন্ন এই গরম এবং দাবদাহের সময় কীভাবে থাকতে হবে , কী কী নিয়ম মেনে চলতে হবে সেই বিষয়েও ধারণা দেওয়া হয় পড়ুয়াদের। সব মিলিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে নেওয়া এহেন উদ্যোগ সত্যিই বেশ প্রশংসনীয়।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2025 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: স্বাস্থ্য আর শিক্ষার যুগলবন্দী, পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা বর্ধমানের বিদ্যালয়ে