হোম /খবর /দক্ষিণবঙ্গ /
প্রধান শিক্ষিকার 'কীর্তি', ৩৭০ টাকা করে স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি!

West Bengal News: প্রধান শিক্ষিকার 'কীর্তি', ৩৭০ টাকা করে স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি!

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

West Bengal News: জানা গিয়েছে, চারটে সাইকেল একটি ভ্যানে করে নিয়ে যাচ্ছিল একজন ভ্যানওয়ালা।

  • Last Updated :
  • Share this:

#স্বরূপনগর: সবুজ সাথী সাইকেল চুরি করে বিক্রি করার অপরাধে গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষিকা। ওই শিক্ষিকার নাম রিঙ্কু দাস। তাঁর সঙ্গে গ্রেফতার ক্রেতাও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার চারঘাট গার্লস হাই স্কুলের (West Bengal News)। মঙ্গলবার সবুজ সাথী'র সাইকেল বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

জানা গিয়েছে, চারটে সাইকেল একটি ভ্যানে করে নিয়ে যাচ্ছিল একজন ভ্যানওয়ালা। এলাকার লোকের সন্দেহ হওয়ায় ভ্যানওয়ালাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে এবং জেরার মুখে ভ্যানওয়ালা স্বীকার করে ৩৭০ টাকা প্রতিটি সাইকেল দরে আটটি সাইকেল কিনে নিয়ে যাচ্ছিলেন ওই স্কুল থেকে। সাইকেলগুলি বিক্রি করে স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস। এক একটি সাইকেলের মূল্য ৩৭০ টাকা হিসাবে সাইকেল বিক্রি করেন তিনি। এরপর ভ্যানওয়ালা এবং সাইকেলগুলিকে চারঘাট পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয় এলাকার মানুষ ।

আরও পড়ুন: ছাদে ঝগড়ায় মত্ত স্বামী-স্ত্রী, হঠাৎ গুলিতে লুটিয়ে পড়ল এক ছাত্রী! হাড়হিম ঘটনা বীরভূমে

আরও পড়ুন: পাশেই থানা, সিসিটিভি-র তার কাটা! ফের হাবড়ায় যা ঘটল, আতঙ্কে কাঁপছে এলাকাবাসী

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয় স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস এবং ওই ক্রেতা। স্বাভাবিক কারণেই এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধেও ক্রমশই জমছে ক্ষোভ।

Published by:Suman Biswas
First published:

Tags: Sabuj Sathi, West Bengal news