#স্বরূপনগর: সবুজ সাথী সাইকেল চুরি করে বিক্রি করার অপরাধে গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষিকা। ওই শিক্ষিকার নাম রিঙ্কু দাস। তাঁর সঙ্গে গ্রেফতার ক্রেতাও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার চারঘাট গার্লস হাই স্কুলের (West Bengal News)। মঙ্গলবার সবুজ সাথী'র সাইকেল বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।
আরও পড়ুন: ছাদে ঝগড়ায় মত্ত স্বামী-স্ত্রী, হঠাৎ গুলিতে লুটিয়ে পড়ল এক ছাত্রী! হাড়হিম ঘটনা বীরভূমে
আরও পড়ুন: পাশেই থানা, সিসিটিভি-র তার কাটা! ফের হাবড়ায় যা ঘটল, আতঙ্কে কাঁপছে এলাকাবাসী
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয় স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস এবং ওই ক্রেতা। স্বাভাবিক কারণেই এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধেও ক্রমশই জমছে ক্ষোভ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sabuj Sathi, West Bengal news