বচসার মাঝেই পেট্রোল ছিটিয়ে গায়ে আগুন! স্টেশনের পাশেই মারাত্মক কাণ্ড, ছুটতে হল হাসপাতাল
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Hawkers on Fire: নিউ ফরাক্কা রেল স্টেশনের পাশে দুই হকারের মধ্যে বচসা। হঠাৎ পেট্রোল ছিটিয়ে গায়ে আগুন! আহত অবস্থায় দু'জনেই হাসপাতালে চিকিৎসাধীন
ফরাক্কা, তন্ময় মন্ডলঃ নিউ ফরাক্কা রেল স্টেশনের পাশে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। কথা কাটাকাটি শুরু হওয়া থেকে বিপত্তি। রেল স্টেশনের বাইরে তৈরি হল হুলস্থূল কাণ্ড।
জানা গিয়েছে, রাহুল শেখ ও রুবেল শেখ নিউ ফরাক্কা রেল স্টেশনের বাইরে দীর্ঘদিন ধরেই হকারি করেন। প্রায়শয় তাঁদের মধ্যে বচসা চলে। আজকেও সেই হকারি করার সময়ে নিজেদের মধ্যে বচসা তৈরি হয়। কেউ স্বপ্নেও ভাবেননি সেখান থেকে এমন ঘটনা ঘটে যেতে পারে।
আরও পড়ুনঃ চাকদহে ডাকাতি কাণ্ডে বড় সাফল্য! বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার করল পুলিশ, কত কেজি জানেন?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’জন হকারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরবর্তীতে একজন আরেকজনকে পেট্রোল ছিটিয়ে গায়ে আগুন লাগিয়ে দেন। তাতে দু’জনই পুড়ে যান। ঘটনার পর অনান্য হকাররা তাঁদের দু’জনকে চিকিৎসার জন্য নিয়ে যান। একজন অর্জুনপুর হাসপাতালে চিকিৎসাধীন, আরেকজন বেনিয়াগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। অর্জুনপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাহুল। তাঁর বাড়ি ফরাক্কার শিব নগর গ্রামে। অন্যদিকে বেনিয়াগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রুবেল। তাঁর বাড়ি ফরাক্কার ঘোড়াই পাড়ায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিউ ফরাক্কা রেল স্টেশনের বাইরে সামাদ শেখ নামে এক ব্যবসায়ী জানান, আমরা দীর্ঘদিন ধরেই ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালিয়ে আসছি। তবে আজ দু’জন তাঁদের মধ্যে বচসা থেকেই পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেন। ঘটনার পর তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও ফরাক্কা থানার পুলিশ। আহত অবস্থায় দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ৭০% অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন দু’জনে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 3:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বচসার মাঝেই পেট্রোল ছিটিয়ে গায়ে আগুন! স্টেশনের পাশেই মারাত্মক কাণ্ড, ছুটতে হল হাসপাতাল