ওটা কী? কঙ্কাল না...? আলো-আঁধারিতে সাদা শাড়ি জড়িয়ে উনিই বা কে? বসিরহাটে 'হানাবাড়ি' থিমে চমক
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
মণ্ডপের ভিতরে ঢুকতেই চোখে পড়বে কঙ্কাল, ভৌতিক চিত্র আর নানান ভয়ঙ্কর প্রতিমূর্তি। আলো-আঁধারির নিখুঁত ব্যবহারে তৈরি হয়েছে এক অসাধারণ পরিবেশ।
বসিরহাট, জুলফিকার মোল্যা: কঙ্কাল, আলো-আঁধারি আর সাদা শাড়ির রমণী—বসিরহাটে হানাবাড়ি থিমে চমক। বসিরহাটের প্রাণের পুজো এবার এক অনন্য চমক নিয়ে হাজির। এবারের থিমে তৈরি হয়েছে হানাবাড়ির আদলে মণ্ডপ। দূর থেকেই যেন মনে হবে প্রকৃত এক ভৌতিক বাড়ি। চারপাশে ছমছমে পরিবেশ, আলো-আঁধারির খেলা আর ভৌতিক সাজসজ্জা যেন শিহরণ জাগায় দর্শনার্থীদের মনে।
advertisement
মণ্ডপের ভিতরে ঢুকতেই চোখে পড়বে কঙ্কাল, ভৌতিক চিত্র আর নানান ভয়ঙ্কর প্রতিমূর্তি। আলো-আঁধারির নিখুঁত ব্যবহারে তৈরি হয়েছে এক অসাধারণ পরিবেশ। উপরের ব্যালকনিতে মাঝরাতে হেঁটে বেড়ানো সাদা শাড়ি পরিহিতা এক রমণীর দৃশ্য দর্শকদের মধ্যে বাড়িয়ে তুলছে ভয়ের শিহরণ। পুরো মণ্ডপ যেন এক ভৌতিক প্রাসাদের প্রতিচ্ছবি। প্রতিদিন রাতভর হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন এই অভিনব থিম দেখতে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও উপভোগ করছেন অনন্য এই অভিজ্ঞতা।
advertisement
advertisement
বসিরহাট শহরের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র জানিয়েছেন, “শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় এবারের থিম সাজানো হয়েছে। মানুষের ভিড়ই প্রমাণ করছে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে।” শিহরণ জাগানো এই হানাবাড়ি থিম ইতিমধ্যেই বসিরহাটের দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
advertisement
দর্শকদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে, যাতে নির্বিঘ্নে সকলেই এই ভৌতিক পরিবেশ উপভোগ করতে পারেন। মণ্ডপ ঘিরে প্রতিদিনই চলছে সেলফি আর ভিডিও তোলার হিড়িক। ভয় আর আনন্দের মিশ্রণে এক অনন্য অভিজ্ঞতা দিচ্ছে এই পুজো। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও বলছেন, “এমন হানাবাড়ি থিম আগে কোনোদিন দেখা যায়নি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Basirhat,North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 01, 2025 3:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ওটা কী? কঙ্কাল না...? আলো-আঁধারিতে সাদা শাড়ি জড়িয়ে উনিই বা কে? বসিরহাটে 'হানাবাড়ি' থিমে চমক