বৌকে ফেলে রেখে চম্পট স্বামীর, স্ত্রীয়ের মর্যাদা পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বধূ

Last Updated:

২০১৯ সালের ডিসেম্বর মাসে মেদিনীপুরে ভাড়া বাড়িতে নববধূকে রেখেই চম্পট দেন অনির্বাণ।

#‌পিংলা:‌ বিয়ের তিন বছর পরেও শ্বশুরবাড়িতে ঠাঁই না হওয়ায় শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসলেন বধূ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ক্ষিরিন্দা এলাকার। স্বাভাবিককারণে ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, বছর তিনেক আগে মেদিনীপুর শহরের বড়বাজার এলাকার এক যুবতীকে মন্দিরে বিয়ে করেন পিংলার অনির্বাণ দে। তবে বাবা মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে দীর্ঘদিন বউকে নিয়ে ঘরমুখো হননি অনির্বাণ। তবে সেই পরিস্থিতি থেকে যে এমন পরিণতি হবে, তা বোধহয় কেউই বুঝতে পারেননি।
২০১৯ সালের ডিসেম্বর মাসে মেদিনীপুরে ভাড়া বাড়িতে নববধূকে রেখেই চম্পট দেন অনির্বাণ। এরপর বারবার অনির্বাণ ও তাঁর পরিবারের সাথে যোগাযোগ করেও কোনো সাড়া না মেলায় অবশেষে পিংলার ক্ষিরিন্দায় তার শ্বশুরবাড়িতে গিয়ে ধর্নায় বসলেন মেদিনীপুর শহরের ওই তরুণী।
advertisement
advertisement
যদিও যুবকের পরিবারের অভিযোগ, অনির্বাণের সাথে প্রতারণা করে নানাভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা চালাচ্ছেন ওই তরুণী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পিংলা থানার পুলিশ। আপাতত ওই তরুণীকে থানায় নিয়ে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৌকে ফেলে রেখে চম্পট স্বামীর, স্ত্রীয়ের মর্যাদা পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বধূ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement