দেওঘরে জল ঢালতে এসে হারিয়েছিলেন ঠিকানা! তারপর পুলিশের নজরে...! যা হল বিহারের মহিলার সঙ্গে

Last Updated:

ঝাড়খণ্ডের দেওঘরে শিব মন্দিরে জল ঢালতে এসে হারিয়ে যান। এরপর থেকেই তিনি একই পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিলেন।

+
হরিহরপাড়া

হরিহরপাড়া থানার পুলিশ মহিলাকে তুলে দিচ্ছেন পরিবারের হাতে।

হরিহরপাড়া, কৌশিক অধিকারী: যেখানে বাইরের রাজ্যে বাঙালিরা অপমানিত, সেখানে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় অবাঙালি মহিলাকে বাঁচিয়ে মানবিকতার নজির গড়ল পুলিশ”। বিহার রাজ্যের মহিলাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল হরিহরপাড়া থানা। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বিহারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক অসহায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে মানবিক উদাহরণ স্থাপন করল পুলিশ।
জানা গিয়েছে, গত ২৫ আগস্ট রাতের দিকে বীহারিয়া এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় শকুন্তলা দেবীকে। তার বাড়ি বিহার রাজ্যের পাটনা জেলার মনির থানার আদল চকে। মানসিক অসুস্থতার কারণে তিনি নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছিলেন না।
আরও পড়ুন : হঠাৎ খিঁচুনি, রাস্তায় কাতরাচ্ছিল শিশুটি! দেখতে পেয়ে যা করলেন আধিকারিক, জানলে অবাক হবেন
পুলিশ সূত্রে জানা যায়, ওই মহিলাকে উদ্ধার করে তার পরিচয় জানতে সর্বাত্মক প্রচেষ্টা চালান হরিহরপাড়া থানার  এএসআই মোঃ রেজাউল্লা। ধৈর্যশীল ও মানবিক প্রচেষ্টার মাধ্যমে অবশেষে তার গ্রামের নাম জানতে পারলে, সেখান থেকেই শুরু হয় পরিচয় শনাক্তকরণের কাজ। গুগল থেকে পাওয়া নম্বরে যোগাযোগ করে পাটনার পুলিশ দ্রুত পদক্ষেপে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।
advertisement
advertisement
আরও পড়ুন : সামান্য বৃক্ষরোপণ নিয়ে কংগ্রেস বনাম তৃণমূল! অশান্তি গড়াল হাতাহাতিতে, স্তম্ভিত স্থানীয়রা
জানা যায়, শকুন্তলা দেবী এক মাসেরও বেশি সময় আগে ঝাড়খণ্ডের দেওঘরে শিব মন্দিরে জল ঢালতে এসে হারিয়ে যান। এরপর থেকেই তিনি একই পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিলেন। তাই পুলিশের পক্ষ থেকে মানবিক উদ্যোগ নিয়ে নতুন শাড়ি পরিয়ে তার যত্ন নেওয়া হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অবশেষে তার স্বামী পুনিত রায় হরিহরপাড়া থানায় আসেন, পুলিশ শকুন্তলা দেবীকে তুলে দেয় তার হাতে। পুলিশের এহেন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের এই তৎপরতা আবারও প্রমাণ করল, আইনের পাশাপাশি মানবিক দিক থেকেও অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে থাকে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেওঘরে জল ঢালতে এসে হারিয়েছিলেন ঠিকানা! তারপর পুলিশের নজরে...! যা হল বিহারের মহিলার সঙ্গে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement