চাইলেও লুকোতে পারবেন না, হাতের লেখা বলে দেবে গোপন কথা! কিভাবে কাজ করে এই পদ্ধতি?

Last Updated:

মানসিক চাপের মধ্যে থাকলে নিজের অজান্তে বদলে যায় হাতের লেখাও।

+
গ্রাফোলজি

গ্রাফোলজি সম্পূর্ণ বৈজ্ঞানিক একটি পদ্ধতি।

বর্ধমান, সায়নী সরকার: হাতের লেখায় যেন মানুষের মনের আয়না। হাতের লেখার মধ্যে লুকিয়ে থাকে মনোজগতের গোপন তথ্য। যা সঠিক বিশ্লেষণ করলে অনেক কিছুই জানা সম্ভব। আপনার হাতের লেখাই বলে দিতে পারে আপনার শারীরিক ও মানসিক অবস্থা। মানসিক চাপের মধ্যে থাকলে শুধু যে দৈনন্দিন কার্যকলাপে পরিবর্তন আসে, এমনটা নয়। নিজের মনের অজান্তে বদলে যায় হাতের লেখাও। ফলে ব্যক্তির মানসিকতা, স্বভাব, স্বাস্থ্য সহ বহু বিষয় ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায় লেখা থেকে। আপনার হাতের লেখা দেখে একজন গ্রাফোলজিস্ট বলে দিতে পারেন আপনার বর্তমান মানসিক পরিস্থিতি। এমনকি কারও আত্মহত্যার কথা মাথায় ঘোরেফেরা করছে কি না, তা দেখেও নিশ্চিত হওয়া যায়।
গ্রাফোলজিস্ট দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক একটি পদ্ধতি। যেকোনও ব্যক্তি বা শিশুর হাতের লেখা থেকেই তাঁর মানসিক পরিস্থিতি বোঝা সম্ভব। এমনকি হাতের লেখার নিয়মিত অভ্যাস বা হাতের লেখার ধরন পরিবর্তনের মধ্যে দিয়েও মানসিক পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব। এই পদ্ধতিকেই গ্রাফোথেরাপি বলে। বিদেশে এই পদ্ধতি অত্যন্ত প্রচলিত। ভারতের বেশকিছু জায়গায় এর প্রচলন থাকলেও সেই অর্থে অনেকেই হয়তো জানেন না এই পদ্ধতির কথা। প্রত্যেকেই আমরা ছোটবেলায় একই লেখা শিখি। কিন্তু প্রত্যেকটি মানুষের হাতের লেখা এক এক রকমের।
advertisement
আরও পড়ুন : মৃত্যুও পারেনি মাথা নোয়াতে, দণ্ডায়মান অবস্থায় জ্বলেছিল চিতা! তাঁর বাড়িই আজ অস্তিত্ব সঙ্কটে
মানসিক পরিস্থিতি ওপর নির্ভর করে অনেক সময় পরিবর্তন ঘটে হাতের লেখারও। এটি শুধু বড়দের ক্ষেত্রে নয়, ছোটদের ক্ষেত্রেও ঘটে। বর্তমানে শিশুদের ইলেকট্রনিক গেজেটের প্রতি আসক্তি বেড়েছে। ফলে অনেক সময় বিভিন্ন রকম সমস্যা দেখা যায় তাদের মধ্যেও। নির্দিষ্ট একটি পদ্ধতিতে হাতের লেখার অভ্যাসের মধ্যদিয়ে ছোটদের মধ্যেও অভ্যাসের পরিবর্তন আনা সম্ভব। আবার অনেক সময় বিভিন্ন অপরাধমূলক ঘটনার সমাধানে অনেক সময় এই পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে ছোট থেকে বড় অনেকেই নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য এই গ্রাফথেরাপির সাহায্য নিচ্ছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজকের দ্রুতগতির জীবনে, যেখানে মানসিক চাপ একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছোট থেকে বড় সকলের কাছেই, সেখানে গ্রাফোথেরাপি একটি অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বললে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি কেবল আত্ম-অনুসন্ধানের একটি উপায় নয়, বরং এটি আমাদের নিজেদের আরও ভালভাবে বুঝতে সাহায্য করে। তাই, হাতের লেখা শুধু অক্ষর বা শব্দ দিয়ে সাজানো কিছু লাইন না, বরং এটিকে আমাদের মনের আয়না।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাইলেও লুকোতে পারবেন না, হাতের লেখা বলে দেবে গোপন কথা! কিভাবে কাজ করে এই পদ্ধতি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement