Job: লক্ষাধিক টাকা বেতন, আইআইটি খড়্গপুরে প্রচুর শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Job: সংরক্ষিত আবেদনকারী ছাড়া সকলকে ১০০০ টাকা দিয়ে আবেদন জানাতে হবে সংরক্ষিত আবেদনকারীর জন্য আবেদন মূল্য বাবদ দিতে হবে ৫০০ টাকা। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদন জানাতে হবে।
পশ্চিম মেদিনীপুর: আপনার কি এমবিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রি রয়েছে? কিংবা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন? তবে অস্থায়ী ভিত্তিতে তিনটি বিশেষ পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি খড়গপুর। প্রাথমিকভাবে তিন বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। প্রতিবছর রিনিউয়াল ভিত্তিতে চলবে। বেতন বেশ কয়েক লক্ষ টাকা।
আপনার যদি অভিজ্ঞতা থাকে তবে এখনই আবেদন জানান এই পদের জন্য। আইআইটি খড়গপুর প্রতিষ্ঠিত, গবেষণা সংক্রান্ত কাজের জন্য রিসার্চ ফাউন্ডেশন পার্কে তিনটি আলাদা আলাদা পোস্টে কর্মী নিয়োগ করা হবে। চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ অপারেটিং অফিসার এবং অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সেই আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। ফের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইআইটি খড়গপুর।
advertisement
আরও পড়ুনঃ শুধুই কী বক্রেশ্বরে গরম জল! বীরভূমে রয়েছে আরও এক উষ্ণ প্রস্রবণ, জানেন কোথায়?
অস্থায়ী ভিত্তিতে চিফ এক্সিকিউটিভ অফিসার পদের জন্য আবেদনকারীকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। অথবা এমবিএ বিষয়ে পাশ করলে মিলবে বাড়তি সুবিধা। একটি অসংরক্ষিত পদের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। আবেদনকারীকে থাকতে হবে ১০-১২ বছরের অভিজ্ঞতা। আবেদনকারীর বয়স হতে হবে ৬০ বছরের নীচে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ধংস হচ্ছে একের পর এক গাছ! এবার কী বন্ধ হচ্ছে সোনাঝুরি হাট! হঠাৎ কী হল? জানুন
আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক ফাউন্ডেশনের সিইও হিসেবে কাজ করতে হবে বিভিন্ন বিষয়ে। সেক্ষেত্রে প্রতি মাসে বেতন সর্বোচ্চ ৩ লক্ষ টাকা। একইভাবে চিফ অপারেটিং অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীর থাকতে হবে, যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি কিংবা যে কোনও প্রতিষ্ঠান থেকে এমবিএ কোর্স থাকলে মিলবে বাড়তি সুবিধা। একইভাবে এই আবেদনকারীর থাকতে হবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা। আবেদনকারী হতে হবে ৪৫ বছরের নিচে বয়স। নিযুক্ত ব্যক্তিকে মাসিক সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বিভিন্ন পার্টনারশিপ, নিত্যনতুন উদ্ভাবনী ভাবনা এবং একাধিক বিষয়ে তাকে কাজ করতে হবে।
advertisement
অন্যদিকে, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য, কমার্স বিষয়ে মাস্টার ডিগ্রি কিংবা এমবিএ করা থাকলে আবেদন জানানো যাবে। রিসার্চ এডুকেশনাল ইনস্টিটিউট কিংবা ব্যবসায় ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীকে হতে হবে ৪০ বছরের মধ্যে। অস্থায়ী ভিত্তিতে এই পদের জন্য নিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিকে অ্যাকাউন্ট-সহ একাধিক আর্থিক বিষয়গুলো দেখভাল করতে হবে।
advertisement
সংরক্ষিত আবেদনকারী ছাড়া সকলকে ১০০০ টাকা দিয়ে আবেদন জানাতে হবে সংরক্ষিত আবেদনকারীর জন্য আবেদন মূল্য বাবদ দিতে হবে ৫০০ টাকা। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে জবস এবং তারপর স্টাফ ওপেনিং-এ গিয়ে আবেদন জানাতে পারবেন। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। আবেদন জানানোর শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 4:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job: লক্ষাধিক টাকা বেতন, আইআইটি খড়্গপুরে প্রচুর শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন