Hajj Pilgrim: হজে যাওয়ার আগে বাধ্যতামূলকভাবে মানতে হবে এই নিয়ম
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Hajj Pilgrim: হজ যাত্রী হিসেবে যারা নাম নথিভুক্ত করিয়েছেন শুক্রবার তাঁদের টিকাকরণ হয়। এদিন চুঁচুড়া, চণ্ডীতলা ও আরামবাগে টিকা দেওয়া হয়
হুগলি: হজের উদ্দেশ্যে সৌদি আরব যেতে চাইলে এবার থেকে মানতে হবে বিশেষ নিয়ম। বাধ্যতামূলকভাবে নিতে হবে বেশ কিছু টিকা। এমনই নির্দেশ এসেছে ভারত সরকারের তরফ থেকে। সেই নিয়ম অনুসারে হুগলির চুঁচুড়ায় শুরু হয়েছে হজ যাত্রীদের টিকাকরণের কাজ।
হজ যাত্রী হিসেবে যারা নাম নথিভুক্ত করিয়েছেন শুক্রবার তাঁদের টিকাকরণ হয়। এদিন চুঁচুড়া, চণ্ডীতলা ও আরামবাগে টিকা দেওয়া হয়। লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ আরবি মাসের জিলহজ মাসে সৌদি আরবের মক্কা শহরে হজ পালনের জন্য যান। সেই মত দেশ, রাজ্য ও হুগলি জেলা থেকেও বহু মানুষ এই বছর যাচ্ছেন। হজে যাওয়ার আগে সৌদি সরকার ও ভারত সরকারের নিয়ম অনুযায়ী ওরাল পোলিও থেকে শুরু করে বেশ কয়েকটি টিকা দেওয়া হয়। সেই মত বুধবার থেকে চুঁচুড়া জীবনপালের বাগানে সংখ্যালঘু দফতরে চুঁচুড়া ও চন্দননগর মহকুমা মিলিয়ে প্রায় ১০০ জন হজযাত্রীর টিকাকরণ হয় পোলবা গ্রামীণ হাসপাতালের সহযোগীতায়।
advertisement
advertisement
সরকারী সহায়তায় যারা হজে যাচ্ছেন তাঁদের সকলকেই এই টিকার ব্যবস্থা করে সরকার। পোলবা গ্রামীণ হাসপাতালের বিএসআই কুণাল মজুমদার জানান, হুগলি জেলায় মোট ২৭৫ জনকে টিকা দেওয়া হবে। যাদের টিকা নেওয়া বাকি থাকবে তাঁদের আগামী ২৯ তারিখ দেওয়া হবে। ৬৫ বছরের উর্ধে যারা তাঁদের একটা করে ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া হচ্ছে। হজে যেতে গেলে টিকা ও পোলিও নেওয়া বাধ্যতামূলক।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 26, 2024 7:01 PM IST






