Habra: স্বামী-স্ত্রীর হাতাহাতি, ভারী বস্তু দিয়ে মেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, আটক স্ত্রী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ভারী বস্তু দিয়ে মেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। মৃতের মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন মেলে
হাবরা: হাবরার নন্দনকাননে স্বামীকে খুনের অভিযোগে আটক স্ত্রী। জানা যায়, পারিবারিক বিবাদে স্বামী-স্ত্রীর হাতাহাতি হয়! ভারী বস্তু দিয়ে মেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। মৃতের মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন মেলে। অভিযুক্তর কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ।
দিন দুই আগেই ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসোয়ান জেলায় একইরকম একটি ঘটনা প্রকাশ্যে আসে। অন্য মহিলার সঙ্গে স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে গিয়েছিল স্ত্রী। রাগে ঘুমন্ত স্বামীকে হাতুড়ির ঘা মেরে খুন করে স্ত্রী। টানা জেরায় স্বামীকে খুনের কথা স্বীকার করে নেয় স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম রাজেশ কুমার। সম্প্রতি এক মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল রাজেশ। সে কথা জানতে পেরে যায় রাজেশের স্ত্রী পূজা কুমারী। এর পরেই সে ঠিক করে নেয় স্বামীকে খুন করবে।
advertisement
জুলাই মাসে গুয়াহাটি শহরে স্বামীকে খুন করে বাড়ির ভিতরে মাটিচাপা দিয়ে রেখেছিল স্বামী। কয়েক দিন ধরে ওই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই স্ত্রীকে গ্রেপ্তার করেছে। অসম পুলিশের ধারণা, পারিবারিক ঝগড়ার জেরে ৩৮ বছর বয়সী রহিমা খাতুন তার স্বামী সাবিয়াল রহমানকে (৩৮) হত্যা করে।
advertisement
advertisement
জিয়াউল আলম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2025 9:06 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Habra: স্বামী-স্ত্রীর হাতাহাতি, ভারী বস্তু দিয়ে মেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, আটক স্ত্রী