বদলে যাবে হাবরা হাসপাতালের ছবি! চালু হচ্ছে একগুচ্ছ নতুন পরিষেবা, 'সুখবর' দিলেন বিধায়ক
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
এদিন হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক দফা বৈঠক করেন বিধায়ক
হাবরা, উত্তর ২৪ পরগণা, রুদ্র নারায়ণ রায়ঃ বদলে যাবে হাবরা হাসপাতালের চেনা ছবি! চালু হবে ১০০ বেডের অত্যাধুনিক ভবন। বাড়ছে নিরাপত্তা সহ চিকিৎসা পরিষেবা। এদিন হাবরা হাসপাতাল পরিদর্শনে এসে এমন কথাই জানালেন স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।
হাবরা হাসপাতালে নবনির্মিত একশো বেডের ভবনটি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক করা হয়েছে। এদিন হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক দফা বৈঠকও করেন বিধায়ক। তাঁর দাবি, নতুন ভবন চালু হলে রোগীরা আরও উন্নত ও দ্রুত চিকিৎসা পরিষেবা পাবেন। বৈঠকে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রেখে পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কৃষকদের ‘পথ’ দেখিয়ে বৃত্তি পাচ্ছেন পড়ুয়ারা! রয়েছে স্থায়ী চাকরির সুযোগ, ‘এই’ ইন্টার্নশিপের কথা না জানলে বড় মিস
হাসপাতালের ‘মা ক্যান্টিন’টি বড় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান জ্যোতিপ্রিয়। পাশাপাশি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতাল এলাকায় নতুন সিসিটিভি ক্যামেরা বসানো হবে, হাসপাতাল সুপারের রুম থেকে তার মনিটরিং করা হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়া রোগীদের সুবিধার জন্য বিশেষ রিসেপশন ডেস্ক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে মহিলা কর্মীরা দায়িত্বে থাকবেন। রোগী পরিজনরা এদিন জানান, হাসপাতাল জঞ্জাল মুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন হলে রোগী পরিজনদেরও বিশেষ সুবিধা হবে। পাশাপাশি মা ক্যান্টিন আরও বড় হলে আরও অনেক মানুষ এর সুবিধা নিতে পারবেন। সব মিলিয়ে, হাবরা হাসপাতালের পরিষেবা আধুনিক থেকে আরও আধুনিক রূপ পেতে চলেছে বলে জানিয়েছেন বিধায়ক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 3:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বদলে যাবে হাবরা হাসপাতালের ছবি! চালু হচ্ছে একগুচ্ছ নতুন পরিষেবা, 'সুখবর' দিলেন বিধায়ক