Nadia News: লক্ষ্য হস্তচালিত তাঁত শিল্পকে বাঁচানো, মহিলাদের বিনামূল্যে শাড়ির হাটে জায়গা
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: হস্ত চালিত তাঁতকে বাঁচাতে মহিলাদের বিনামূল্যে শাড়ির হাটে জায়গা দিল হাট কর্তৃপক্ষ। পরিবর্তিতে করা হবে হস্তচালিত তাঁত শাড়ির হাবও। এই উদ্যোগে খুশি নদিয়ার শান্তিপুর, ফুলিয়ার তাঁত শিল্পর সঙ্গে জড়িত মহিলারা।
নদিয়া: হস্ত চালিত তাঁতকে বাঁচাতে মহিলাদের বিনামূল্যে শাড়ির হাটে জায়গা দিল হাট কর্তৃপক্ষ। পরিবর্তিতে করা হবে হস্তচালিত তাঁত শাড়ির হাবও। বাংলার ঐতিহ্য হাতে বোনা তাঁতের শাড়ি। নদিয়ার শান্তিপুর, ফুলিয়ার একাধিক মানুষ এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। তবে বর্তমানে হস্ত চালিত তাঁত শিল্পের অবস্থা খুবই খারাপ। বিদেশ থেকে অত্যাধুনিক মেশিন এসেছে বাজারে যাতে তৈরি হচ্ছে শাড়ি।
তবে বিদেশ থেকে আনা মেশিনে তৈরি শাড়ির গুণগত মান এবং যে সুতো ব্যবহার করা হয় তা একেবারেই হস্তচালিত তাঁতের শাড়ির সঙ্গে মিল খায় না। বিদেশি মেশিন আশায় এখন লুপ্ত প্রায় বাংলার ঐতিহ্য শান্তিপুরের হস্ত চালিত তাঁত। এবার সেই দিকেলক্ষ রেখেই হস্ত চালিত তাঁতের শাড়িকে বাঁচাতে এবং মহিলাদের স্বনির্ভর করতে নদিয়া জেলার হস্ত চালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলারা করলেন উদ্যামিনী তাঁতের কুটির।
advertisement
তবে তাঁদের স্বনির্ভর করতে এবং হস্তচালিত তাঁত শাড়িকে বাঁচাতে এগিয়ে এসে বিশেষ পদক্ষেপ নিলেন শান্তিপুরের প্রতিষ্ঠিত মার্কেট তাঁত কাপড়ের হাটের পরিচালক বিভাস ঘোষ। তিনি জানান বর্তমানে মেশিনের কাছে পেরে উঠছে না হস্ত চালিত তাঁত। তাই এখন মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ এবং হস্ত চালিত তাঁতকে বাঁচাতেই এই উদ্যোগ। এদিন নদিয়ার শান্তিপুর সূত্রগর অঞ্চলের ঘোষ মার্কেটে তাঁত কাপড়ের হাটে হস্ত চালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলাদের, তাঁত কাপড়ের হাঁটে বিনামূল্যে জায়গা দেওয়া হল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ South 24 Parganas News: সোনারপুরবাসীদের জন্য বড় সুখবর! মুশকিল আসান হতে চলেছে বড় সমস্যার
এদিন হাটের মধ্যে হস্ত চালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলাদের সাবলম্বী করতে বিনামূল্যে কাপড় বিক্রি করার ব্যবস্থা করা হয়। মহিলারা এই স্থানে বসে হস্ত চালিত তাঁতের শাড়ি বিক্রয় করবেন। তৎ সহ তারা হস্তচালিত তাঁত শিল্প সম্বন্ধেমানুষকে বিশেষ বার্তাও দেবেন। যদিও শুধু নদিয়ার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মহিলারা হস্ত চালিত তাঁত শিল্পর সঙ্গে যুক্ত তাদেরও এই হাটে জায়গা দিয়ে একটি হস্তচালিত তাঁতের হাব করা হবে বলে জানান হাট পরিচালক বিভাস ঘোষ।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2024 8:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: লক্ষ্য হস্তচালিত তাঁত শিল্পকে বাঁচানো, মহিলাদের বিনামূল্যে শাড়ির হাটে জায়গা