ক্যারাটে স্টেজে গুসকরার বাজিমাত, পদকের ঝলকে উজ্জ্বল শহর
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Guskara- আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য তিন পড়ুয়ার। সম্প্রতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অল ইন্ডিয়া সেইসিনকাই সিটোরিও ক্যারাটে ফেডারেশনের আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায়, গুসকরা শহরের তিন খুদে পড়ুয়া অসাধারণ সাফল্য অর্জন করেছে।
গুসকরা: আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য তিন পড়ুয়ার। সম্প্রতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অল ইন্ডিয়া সেইসিনকাই সিটোরিও ক্যারাটে ফেডারেশনের আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায়, গুসকরা শহরের তিন খুদে পড়ুয়া অসাধারণ সাফল্য অর্জন করেছে। শহরের তিন দশকের পুরানো ও খ্যাতনামা ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র “পার্থ ফাইট আর্ট” এর ওই তিনজন ছাত্রছাত্রী মিলে মোট পাঁচটি পদক জিতেছে, যা গুসকরা শহরের জন্য গর্বের বিষয়।
৯ বছর বয়সী রিয়না সাউ কাতা বিভাগে সোনার পদক ও কুমিতে বিভাগে রূপো জিতেছে। একই বিভাগে শুভাঙ্গী মুর্মু কুমিতে বিভাগে রূপো এবং কাতা বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। অন্যদিকে ৬ বছরের শ্রেয়াঙ্ক মুর্মু কাতা বিভাগে রূপোপদক জিতে নজর কেড়েছে সকলের।
আরও পড়ুন- বেন স্টোকসই কি জাদেজা-সুন্দরের সঙ্গে হাত মেলাতে চাননি? সামনে এল ম্যাচের পর গিলের বিবৃতি
পার্থ ফাইট আর্ট-এর প্রধান প্রশিক্ষক সেনসাই পার্থ সারথি পাল জানিয়েছেন, এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ওমান সহ একাধিক দেশের ক্যারাটে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল। সেখানে গুসকরা শহরের তিনজন পড়ুয়ার এই সাফল্য গোটা এলাকার কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে।
advertisement
advertisement
তিনি আরও জানান, আগামী দিনে এই আন্তর্জাতিক ক্যারাটে মঞ্চে গুসকরা থেকে প্রায় ১৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এই সাফল্য শহরের অন্যান্য পড়ুয়াদেরও অনুপ্রাণিত করবে এবং ক্যারাটেকে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে উৎসাহ দেবে। সত্যি বলতে এই সাফল্য গুসকরার ক্রীড়া ক্ষেত্রে এক আনন্দের বিষয়।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 6:49 PM IST