ক্যারাটে স্টেজে গুসকরার বাজিমাত, পদকের ঝলকে উজ্জ্বল শহর

Last Updated:

Guskara- আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য তিন পড়ুয়ার। সম্প্রতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অল ইন্ডিয়া সেইসিনকাই সিটোরিও ক্যারাটে ফেডারেশনের আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায়, গুসকরা শহরের তিন খুদে পড়ুয়া অসাধারণ সাফল্য অর্জন করেছে।

তিন পদকজয়ী 
তিন পদকজয়ী 
গুসকরা: আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য তিন পড়ুয়ার। সম্প্রতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অল ইন্ডিয়া সেইসিনকাই সিটোরিও ক্যারাটে ফেডারেশনের আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায়, গুসকরা শহরের তিন খুদে পড়ুয়া অসাধারণ সাফল্য অর্জন করেছে। শহরের তিন দশকের পুরানো ও খ্যাতনামা ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র “পার্থ ফাইট আর্ট” এর ওই তিনজন ছাত্রছাত্রী মিলে মোট পাঁচটি পদক জিতেছে, যা গুসকরা শহরের জন্য গর্বের বিষয়।
৯ বছর বয়সী রিয়না সাউ কাতা বিভাগে সোনার পদক ও কুমিতে বিভাগে রূপো জিতেছে। একই বিভাগে শুভাঙ্গী মুর্মু কুমিতে বিভাগে রূপো এবং কাতা বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। অন্যদিকে ৬ বছরের শ্রেয়াঙ্ক মুর্মু কাতা বিভাগে রূপোপদক জিতে নজর কেড়েছে সকলের।
আরও পড়ুন- বেন স্টোকসই কি জাদেজা-সুন্দরের সঙ্গে হাত মেলাতে চাননি? সামনে এল ম্যাচের পর গিলের বিবৃতি
পার্থ ফাইট আর্ট-এর প্রধান প্রশিক্ষক সেনসাই পার্থ সারথি পাল জানিয়েছেন, এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ওমান সহ একাধিক দেশের ক্যারাটে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল। সেখানে গুসকরা শহরের তিনজন পড়ুয়ার এই সাফল্য গোটা এলাকার কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে।
advertisement
advertisement
তিনি আরও জানান, আগামী দিনে এই আন্তর্জাতিক ক্যারাটে মঞ্চে গুসকরা থেকে প্রায় ১৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এই সাফল্য শহরের অন্যান্য পড়ুয়াদেরও অনুপ্রাণিত করবে এবং ক্যারাটেকে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে উৎসাহ দেবে। সত্যি বলতে এই সাফল্য গুসকরার ক্রীড়া ক্ষেত্রে এক আনন্দের বিষয়।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্যারাটে স্টেজে গুসকরার বাজিমাত, পদকের ঝলকে উজ্জ্বল শহর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement