South 24 Parganas News: স্কুলের অভিনব উদ্যোগ! বারুইপুরে পড়ুয়াদের দেওয়া হচ্ছে শুটিং প্রশিক্ষণ
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
South 24 Parganas News: দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে দুদিনের বন্দুক টার্গেট প্রশিক্ষণ। খেলাধুলার সাথে সাথে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবারে এগিয়ে এলো বারুইপুরে উত্তরভাগে দি ফিউচার ফাউন্ডেশন স্কুল।
দক্ষিণ ২৪ পরগনা: দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে দুদিনের বন্দুক টার্গেট প্রশিক্ষণ। খেলাধুলার সাথে সাথে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবারে এগিয়ে এলো বারুইপুরে উত্তরভাগে দি ফিউচার ফাউন্ডেশন স্কুল। দুইদিনের বন্দুকের টার্গেট প্রশিক্ষণ। বারুইপুর থানার উত্তরভাগের দি ফিউচার ফাউন্ডেশনে স্কুলের মাঠে সর্বপ্রথম।
৩৫ জন ছাত্রছাত্রী এই বন্দুক টার্গেট অনুশীলনে অংশগ্রহণ করেন। শরীর চর্চার পাশাপাশি নির্দিষ্ট টার্গেট ঠিক রাখার জন্য ছাত্র-ছাত্রীদের আত্মনির্ভরশীল করে তোলার সর্বপ্রথম এই উদ্যোগ। এ প্রসঙ্গে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যাপারে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে তাদেরকে সর্বপ্রথম এই বিষয়ে জানানো হয়। তারপরই এই স্কুল উদ্যোগ নিল বন্দুক টার্গেট প্রশিক্ষণের। পড়ুয়ারা খুশি এই উদ্যোগে সামিল হয়ে।
advertisement
তবে বাচ্চারা এই বিষয়ে প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল কেমন ভাবে এই ট্রেনিং হয়। তবে বন্দুক টার্গেট শুটিংয়ে তারা প্রশিক্ষণ নিতে গিয়ে তারা জানতে পারে যে পড়াশোনার পাশাপাশি এই ধরনের প্রশিক্ষণও অনেকটাই প্রয়োজন আছে। টানা দুদিন ধরে চলবে। বিগত দিনে এগিয়ে চলার জন্য এই প্রশিক্ষণ অনেকটাই কাজে আসবে। প্রায় ৩৫ জন ছাত্র ছাত্রীরা অংশ নিয়ে ছি এই প্রশিক্ষণের।
advertisement
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 29, 2024 6:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: স্কুলের অভিনব উদ্যোগ! বারুইপুরে পড়ুয়াদের দেওয়া হচ্ছে শুটিং প্রশিক্ষণ







