Bankura News: সদলবলে দৌড়চ্ছেন জেলাশাসক! অবাক চোখে তাকিয়ে রাস্তার মানুষ
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
Last Updated:
পায়রা উড়িয়ে টানা ৫ কিলোমিটার দৌড়ালেন বাঁকুড়ার জেলাশাসক, মুকুটমণিপুরে অবাক দৃশ্য।
বাঁকুড়া: সকাল সকাল মুকুটমনিপুরে দৌড় লাগালেন বাঁকুড়া জেলার জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসক এবং মন্ত্রী। সকাল থেকেই সকলের চোখ ছিল মুকুটমণিপুর মেলার উদ্বোধনের দিকে।
তবে শীতের সকালের এই দৌড়ের উপর নজর ছিল সকলের। মুকুটমনিপুর মেলা উপলক্ষ্যে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ ও খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ‘গ্রীণ ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার রাণী মুকুটমনিপুরে।
advertisement
বৃহস্পতিবার পায়রা উড়িয়ে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বরাইক, খাদ্য ও সরবরাহ দফতরেরপ্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারী।
advertisement
উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি সহ অন্যান্যরা। সকালের ম্যারাথনে অংশ নিতে দেখা যায় জেলাশাসক সিয়াদ এন-সহ মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়কে।
এদিনের প্রতিযোগিতা রানীবাঁধ থানার পরেশনাথ পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়ে শেষ হয় মুকুটমণিপুর জিরো পয়েন্টে। পুরুষদের পাঁচ কিলোমিটার ম্যরাথনে অংশগ্রহণ করে ১১৪ জন ও মহিলাদের চার কিলোমিটার ম্যরাথনে অংশগ্রহণ করে ১০৮জন।
advertisement
পুরুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করে রাইপুর ব্লকের সুধন বিষুই ও মহিলাদের প্রথম সারেঙ্গা ব্লকের রানী কর্মকার।উল্লেখ্য, এদিনের ম্যারাথনে প্রতিযোগীদের পাশাপাশি ছেলেদের ৫ কিলোমিটার দৌড় কমপ্লিট করেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, এসডিপিও-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
গ্রীন ম্যারাথন দিয়ে শুরু হয়েছে আদিবাসী সংস্কৃতির মুকুটমনিপুর মেলা। থাকছে একাধিক বিশেষ আকর্ষণ, যেমন আদিবাসী ফ্যাশন শো থেকে শুরু করে আদিবাসী খাবার। ৪ জানুয়ারি তারিখ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2024 7:17 PM IST