G T Road History: মৌর্য যুগের উত্তরাপথ কী করে হয়ে উঠল আজকের G T Road? গায়ে কাঁটা দেবে প্রাচীন রাজপথের ইতিহাস জানলে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Sayani Sarkar
Last Updated:
G T Road History: অনেকেই মনে করেন এই রাস্তা তৈরি করেছিলেন শের শাহ কিন্তু এই রাস্তার ইতিহাস আরও পুরনো। ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানান, আধুনিক ইতিহাস গবেষণায়র জানা যায় এই রাস্তাটি তৈরি শুরু করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোক এই রাস্তাটি শেষ করেন।
বর্ধমান,সায়নী সরকার: জিটি রোড অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সকলের কাছেই খুব পরিচিত। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দক্ষিণ এশিয়ার একটি প্রাচীন এবং দীর্ঘতম রাস্তা,যা প্রায় ২,৪০০ কিলোমিটার বিস্তৃত। অন্যতম ব্যস্ত রাস্তাগুলোর মধ্যে এটি একটি। কিন্তু জানেন কি এই রাস্তার নাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কেন? আগে এই রাস্তার কী নাম ছিল? কে তৈরি করেছিল এই রাস্তা? অনেকেই মনে করেন এই রাস্তা তৈরি করেছিলেন শের শাহ কিন্তু এই রাস্তার ইতিহাস আরও পুরনো। ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানান, আধুনিক ইতিহাস গবেষণার জানা যায় এই রাস্তাটি তৈরি শুরু করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোক এই রাস্তার নির্মাণপর্ব আরও এগিয়ে নিয়ে যান।
বাংলাদেশ থেকে শুরু করে আজকের পাকিস্তানের পঞ্জাব পর্যন্ত বিস্তৃত জিটি রোড। শের শাহের রাজত্ব উত্তর ভারত, বর্তমান পাকিস্তান এবং আফগানিস্তানের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল। তিনি ১৫৪০ থেকে ১৫৪৫ সাল পর্যন্ত শাসন করেন এবং তাঁর সাম্রাজ্য বাংলা থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। ইতিহাসবিদ সর্বজিৎ যশ বলেন,পাঁচ বছর রাজত্ব করেছিল শের শাহ। এই সময়কালের মধ্যে শুধুমাত্র কর্মশক্তির উপর নির্ভর করে বাংলাদেশ থেকে পাকিস্তানের পাঞ্জাব পর্যন্ত রাস্তা তৈরি করা সম্ভব না। বাণিজ্যিক প্রয়োজনে সম্রাট অশোক তৈরি করেছিলেন এই রাস্তাটি। পাণিনির গ্রন্থেও এই রাস্তার উল্লেখ রয়েছে উত্তরাপথ নামে। এমনকি মেগাস্থিনিস এই পথ দিয়ে ভারতে এসেছিলেন। তিনি এই রাস্তার নাম দিয়েছিলে ‘রাজকীয় রাস্তা’। এর থেকেই বোঝা যায় শের শাহ-র আমলের আগে থেকেই এই পথের অস্তিত্ব রয়েছে। এর থেকে বোঝা যায় তিনি রাস্তাটি তৈরি করেননি। তাঁর রাজত্বের মধ্যে এই রাস্তাটির যে অংশটি পড়ে সেটি তিনি পরবর্তী সময়ে সংস্কার করেছিলেন। পরবর্তীতে ইংরেজরা এই রাস্তার নাম দেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড।
advertisement
আরও পড়ুন : সপ্তাহান্তের লম্বা ছুটিতে শান্তিনিকেতনে যাচ্ছেন? জেনে নিন পর্যটকদের নতুন আকর্ষণ নিয়ে
গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কেবল একটি রাস্তা নয়, এটি হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্যের দীর্ঘ ইতিহাসের সাক্ষী। চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে শের শাহ এবং ইংরেজদের হাত ধরে এই রাস্তাটি ধীরে ধীরে নতুন রূপ পেয়েছে, যা আজও দক্ষিণ এশিয়ার যোগাযোগের মেরুদণ্ড হিসেবে তার ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 1:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
G T Road History: মৌর্য যুগের উত্তরাপথ কী করে হয়ে উঠল আজকের G T Road? গায়ে কাঁটা দেবে প্রাচীন রাজপথের ইতিহাস জানলে