Paschim Medinipur News: প্রিয়জনকে দিন হাতে বানানো ছবি! ক্যানভাস তৈরি করে স্বনির্ভর কলেজ পাশ যুবতী

Last Updated:

Paschim Medinipur News: হাতে আঁকা জিনিস সকলের বেশ পছন্দের তালিকায় থাকে। এবার গ্রাহকদের চাহিদা মতো এই সকল জিনিস বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন এক স্নাতক যুবতী।

+
ক্যানভাস

ক্যানভাস হাতে শিল্পী

পশ্চিম মেদিনীপুর: বর্তমান দিনে  সাজ সরঞ্জাম হোক কিংবা গয়না, প্রিয়জনকে নিত্যনতুন ধরনের উপহার দিতে পছন্দ করেন প্রত্যেকে। সেই উপহারে যদি থাকে শিল্পের ছোঁয়া তবে তো আর কোনও কথাই নেই। দিন যত গড়াচ্ছে, বদলাচ্ছে মানুষের চাহিদা। বদল আসছে মানুষের রুচিতেও। স্বাভাবিক ভাবে নিত্যনতুন জিনিসের চাহিদা বাড়ছে বাজারে। হাতে আঁকা জিনিস সকলের বেশ পছন্দের তালিকায় থাকে। এবার গ্রাহকদের চাহিদা মতো এই সকল জিনিস বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন এক স্নাতক যুবতী। অন্যান্য কাজের অবসরে নিজেই বাড়িতে এই সকল জিনিস বানিয়ে বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন।
মিনি ক্যানভাস থেকে বড় ছবি, কিংবা সাদা কাগজের উপর নিজের উপর নিজের পোট্রেট, উপহার দিন প্রিয়জনকে। এবার সেই উপহার সামগ্রী বানিয়ে আর্থিক লাভের দিশা দেখাচ্ছে স্নাতক এই যুবতী। পেশাগতভাবে বর্তমানে গৃহ শিক্ষকতার কাজ করলেও বাড়িতে অবসরে ক্যানভাসে নানা ছবি ফুটিয়ে তোলেন। এছাড়াও গ্রাহকদের চাহিদা মতো কাস্টমাইজ করে দেন নানা ছবি। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বিক্রি হচ্ছে সেগুলো। শুধু ক্যানভাসের ছবি আঁকা নয়, মুরাল আর্ট থেকে ক্লে পেইন্টিং সবই নিজের হাতে তৈরি করছেন তিনি ।
advertisement
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের কেদার এলাকার বাসিন্দা স্মৃতিলেখা আচার্য্য। ইংরেজি সাহিত্যের স্নাতক পাস করেছেন তিনি। ছোট থেকে দাদার কাছে শেখা ছবি আঁকা। তবে বর্তমান দিনে কলেজ পাশ করার পর ছবিতেই নিজের আয় রোজগারের উপায় হিসেবে বেছে নিয়েছেন তিনি। বাড়িতে একদম ছোট্ট মিনি ক্যানভাস থেকে বড় ক্যানভাসে ফুটিয়ে তুলছেন বিভিন্ন ধরনের প্রকৃতির ছবি থেকে প্রতিকৃতি।
advertisement
advertisement
এছাড়াও পছন্দ মতো পোর্ট্রেটও বানিয়ে দিচ্ছেন তিনি। এর পাশাপাশি ক্লে দিয়ে হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছেন তিনি। প্রতিটি জিনিসের আকার অনুযায়ী দাম রয়েছে। বাজারে চাহিদাও রয়েছে সাধারণ মানুষের। স্বাভাবিকভাবে অবসর সময়ে বিভিন্ন ধরনের ছবি এঁকে, হাতের নানা জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এই কলেজ পাশ ছাত্রী। অন্যদের দিচ্ছেন স্বনির্ভরতার দিশা।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: প্রিয়জনকে দিন হাতে বানানো ছবি! ক্যানভাস তৈরি করে স্বনির্ভর কলেজ পাশ যুবতী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement