Paschim Medinipur News: ঝটিকা সফরে আইআইটি খড়্গপুরে আনন্দ বোস 

Last Updated:

ক্যাম্পাসে তাঁর উপস্থিতি অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়েছে এবং প্রাচীন ভারতীয় শিকড়ের সঙ্গে মিলিত আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রতি তাঁর ধারণাগুলি লক্ষণীয় ছিল।

রাজ্যপালের সঙ্গে আইআইটি খড়্গপুরের ডেপুটি ডিরেক্টর
রাজ্যপালের সঙ্গে আইআইটি খড়্গপুরের ডেপুটি ডিরেক্টর
পশ্চিম মেদিনীপুর: ঝটিকা সফরে খড়গপুর আইআইটিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘুরে দেখলেন আইআইটি খড়্গপুরে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জী সুপার স্পেশালিটি হাসপাতাল। পাশাপাশি প্রযুক্তির শ্রেষ্ঠ ঠিকানা আইআইটি খড়্গপুরে ব্যবহৃত অবলুপ্ত সুপার কম্পিউটার পরমশক্তি কম্পিউটারও প্রত্যক্ষ করেন তিনি।
রাজ্যপাল খড়গপুর আইআইটি ঘুরে দেখলেন সোমবার। তিনি নেহেরু মিউজিয়াম, সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন। এছাড়াও কম্পিউটারের বিবর্তনের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতি চাক্ষুষ করেন আইআইটিতে। আদিকাল থেকে ভারতবর্ষের শিক্ষার তৃণমূল স্তরের নানার ইতিহাস ও অগ্রগতিকে ফুটিয়ে তোলা হয়েছে ভারতীর্থ মিউজিয়ামে। সেটিও মনযোগ দিয়ে ঘুরে দেখলেন তিনি।
advertisement
advertisement
রাজ্যপালের এদিনের সফর নিয়ে আইআইটি খড়্গপুরের ডেপুটি ডিরেক্টর অমিত পাত্র মন্তব্য করেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস এর আইআইটি পরিদর্শন অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। ক্যাম্পাসে তাঁর উপস্থিতি অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়েছে এবং প্রাচীন ভারতীয় শিকড়ের সঙ্গে মিলিত আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রতি তাঁর ধারণাগুলি লক্ষণীয় ছিল। তিনি আবার আসার প্রতিশ্রুতি দিয়েছেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন বলে জানিয়েছেন।”
advertisement
প্রসঙ্গত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস শুধু একজন দক্ষ প্রশাসক নন, শিক্ষাক্ষেত্রেও তার নিবিড় সংযোগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর পাশাপাশি তিনি বইও লেখেন, লিখেছেন গল্প, উপন্যাস। প্রযুক্তির শ্রেষ্ঠ কেন্দ্র আইআইটি খড়্গপুরে তার উপস্থিতি বেশ উৎসাহিত করে অধ্যাপক থেকে ছাত্র-ছাত্রী সকলকেই।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: ঝটিকা সফরে আইআইটি খড়্গপুরে আনন্দ বোস 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement